জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সংঘাতে ইতি? জল্পনার মাঝে স্থায়ী উপাচার্য নিয়ে এবার আলোচনার টেবিল রাজ্য়পাল সিভি আনন্দ বোস ও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বৈঠক শেষে রাজভবনে তরফে বার্তা, ‘আমরা হয়তো বিভক্ত ছিলাম, কিন্তু আমরা একই গাছের ডালের মতোই যুক্ত। যে দুটো ডাল একে অপরের দিকে প্রসারিত’! যা অত্যন্ত তাত্পর্যপূর্ণ, মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: Sukanta Majumder: ‘রাজ্যের পুলিস বিভাগে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়’!
মুখ্যমন্ত্রীর দফতর থেকে রাজ্যের ৩৪ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে রাজভবনে। ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম অবশেষে চূড়ান্ত করে পাঠিয়েও দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বস্তুত, মুখ্যমন্ত্রী দেওয়া নামেই শিলমোহর দিয়েছেন তিনি। কলকাতা, যাদবপুর-সহ বাকি বিশ্ববিদ্যালয়গুলি ক্ষেত্রে কী হবে? আজ, সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর রাতে রাজভবনে তরফে সেই বৈঠকে ছবি পোস্ট করা হয় এক্স হ্য়ান্ডেলে। সঙ্গে একটি বিবৃতিও।
Thoughts for today
‘The real friendship is like florensence, it shines better when everything has darkened’.
‘Even though we may be parted, we remain connected like the branches of a tree that strech towards each other’. pic.twitter.com/HOkGXwks7F
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) December 9, 2024
আগে কখনও কিন্তু এমনটা হয়নি। বরং রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত-ই প্রকাশ্যে এসেছে বারবার। এমনকী, স্থায়ী উপাচার্য নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার নির্দেশ, উপাচার্যদের নাম বাছাই করে তালিকা তৈরি করবে নির্দিষ্ট কমিটি। এরপর মুখ্যমন্ত্রী দফতর থেকে সেই তালিকা চূড়ান্ত করার জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। এখন রাজ্যপালের যদি কোনও নামে আপত্তি থাকে, সেক্ষেত্রে তিনি মুখ্য়মন্ত্রীকে জানাতে পারে। প্রয়োজনে বৈঠক করতে পারেন। এরপর ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যে নিয়োগে অনুমোদন দেন রাজ্যপাল। তারপর আজকের বৈঠক এবং বন্ধুত্বের বার্তা!
আরও পড়ুন: Awami League Leaders Arrest: ধর্ষণের অভিযোগ! কলকাতা থেকে গ্রেফতার আওয়ামী লীগের ৪ বর্বর নেতা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)