বিতর্কে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি, এবার ১৭টি ওষুধের ব্যবহার বন্ধের নির্দেশ সরকারের
<p><strong>কলকাতা:</strong> পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পর এবার বিতর্কে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি। স্যালাইন-সহ ১৭টি ওষুধের উৎপাদন বন্ধের পরে এবার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল। ১৭টি ওষুধের ব্যবহার বন্ধের নির্দেশিকা জারি করেছে সরকার।</p>
<p>উৎপাদন বন্ধের নোটিস এসেছিল ২৪ ঘণ্টা আগেই। আর এবার ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের ১৭টি ওষুধের ব্যবহার বন্ধ ও হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। যতক্ষণ না পর্যন্ত নতুন টেন্ডার ডাকা হচ্ছে ততদিন বাইরে ওষুধ কিনে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি, নিষিদ্ধ RL স্যালাইন-ব্যবহার ঘিরে বিতর্কের মধ্য়েই, ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থার স্যালাইন এবং ওষুধ নিয়ে প্রশ্ন উঠেছে। যে ১৭ রকমের ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে স্য়ালাইন, অ্য়ান্টিবায়োটিক, ব্যথা উপশমের ওষুধের পাশাপাশি প্যারাসিটামলও। <strong><u><br /><br /></u></strong>বেহালা ও বারুইপুর থেকে ক্য়ানিং-এর পথে রামনগর এলাকায় রয়েছে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের কারখানা। শুক্রবার সেখানে গিয়ে দেখা যায় বন্ধ রয়েছে উৎপাদন। ২০১৭ সালে বারুইপুরে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের কারখানা তৈরি হয়। জানা গেছে, ২০১৯ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে ওষুধ সরবরাহের পরিমাণ বৃদ্ধি পায়। মেদিনীপুর স্য়ালাইন কাণ্ডের আগে ৭ রকমের ওষুধ ও স্য়ালাইন রাজ্য় সরকারকে সরবরাহ করত এই সংস্থা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল নিষিদ্ধ হয়ে যাওয়ার পর আরও ১০ ধরনের ওষুধ ও স্য়ালাইন সরবরাহের বরাত ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডকে দেয় স্বাস্থ্যভবন। <br /><br />সূত্রের খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির বারুইপুরের কারখানায় ২১, ২২ ও ২৩ জানুয়ারি যৌথ অভিযান চালান সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। সংস্থার উৎপাদিত ওষুধ ও স্যালাইন উৎপাদন প্রক্রিয়াতে ত্রুটি পাওয়ায় আপাতত উৎপাদন বন্ধের নোটিস দেওয়া হয় ২৯ জানুয়ারি। শুধুমাত্র, পশ্চিমবঙ্গ সরকার নয়, ২০২০ থেকে একটানা অন্য ৫ রাজ্য -ওড়িশা, তামিলনাড়ু, বিহার, রাজস্থান, ছত্তীশগঢ়ে ওষুধ সরবরাহের বরাত পেয়েছে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ তেলঙ্গানা – এই ৪ রাজ্য়ে টেন্ডার শেষ হওয়ার পর নতুন করে অংশগ্রহণ করেছে তারা। এদিকে, স্টেরিলাইজেশন ইস্যুতে প্রশ্ন ওঠার পাশপাাশি এই সংস্থার ওষুধের গুণমান কেমন তা যাচাই করতে রিঙ্গার ল্য়াক<a title="টেট" href="https://bengali.abplive.com/topic/tet" data-type="interlinkingkeywords">টেট</a>-সহ ৪ ধরনের স্য়ালাইনের নমুনা রাজ্য় ড্রাগ টেস্টিং ল্য়াবে পাঠানো হয়েছে।</p>
<p><br /><strong>আরও পড়ুন: <a title="Maha Kumbh Stampede: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ মহিলার ‘মৃত্যু’, দাবি পরিবারের" href="https://bengali.abplive.com/district/maha-kumbh-stampede-birbhum-family-claimed-missing-woman-death-1118167" target="_self">Maha Kumbh Stampede: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ মহিলার ‘মৃত্যু’, দাবি পরিবারের</a></strong></p>
Source link