NOW READING:
WATCH | Google CEO | Vaibhav Suryavanshi: চোখের জলে মাঠ ছেড়েছে বিস্ময় বালক, মোহিত গুগুল সিইও কী লিখলেন? অবাক পৃথিবী!
April 20, 2025

WATCH | Google CEO | Vaibhav Suryavanshi: চোখের জলে মাঠ ছেড়েছে বিস্ময় বালক, মোহিত গুগুল সিইও কী লিখলেন? অবাক পৃথিবী!

WATCH | Google CEO | Vaibhav Suryavanshi: চোখের জলে মাঠ ছেড়েছে বিস্ময় বালক, মোহিত গুগুল সিইও কী লিখলেন? অবাক পৃথিবী!
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2025) ৩৬ নম্বর ম্যাচে,গত শনিবার রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস (RR vs LSG) মুখোমুখি হয়েছিল জয়পুরে। ৭ ম্যাচ ডাগআউটে থাকার পর রাজস্থানের হয়ে অষ্টম ম্যাচে সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আর এই বৈভবেই মেতে বাইশ গজ। ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল খেলা বৈভবই, লিগের ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক করা ক্রিকেটার। আর এই বিহারের বিস্ময় বালকেই মোহিত ক্রিকেটপাগল  গুগুল সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai)। 

আরও পড়ুন: বয়স সবে ১৪! আইপিএল অভিষেকেই রেকর্ড নিয়ে ছেলেখেলা, কে এই বিস্ময় বালক বৈভব?

নিজের এক্স হ্যান্ডেলে বৈভবকে নিয়ে সুন্দর লিখেছেন, ‘অষ্টম শ্রেণির ছেলেটার আইপিএল ম্যাচ দেখার জন্য ঘুম থেকে উঠেছি, কী অসাধারণ অভিষেকই না করেছে!’গতকাল লখনউ ১৮০/৫ রান তুলেছিল স্কোরবোর্ডে। তীরে এসে তরী ডোবে রাজস্থানের। ১৭৮ রানে গুটিয়ে যায় রাজস্থান। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইমপ্যাক্ট সাব হিসেবে ওপেন করতে নেমেছিল বৈভব। ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে সে ফিরে যায়। ২ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে ছিল যে, সে বড় মঞ্চের পারফর্মার হতে চলেছে। তবে বৈভব এতটাই ছোট যে, আইডেন মারক্রমের বলে, ঋষভ পন্থের হাতে স্টাম্প আউট হয়ে যাওয়ার পর কাঁদতে কাঁদতে ডাগআউটে ফিরেছিল। 

নিলামে নজর কেড়েছে বৈভব। ৩০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা ক্রিকেটারকে ১.১০ কোটি টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস। লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলানে নাম তুলে আগেই ইতিহাস লিখেছিল বৈভব। এরপর নিলাম মঞ্চে সবচেয়ে কম বয়সে কোটি টাকার উপর আইপিএল চুক্তি করেও বিহারের সমস্তিপুরের ক্রিকেটার রেকর্ড গড়ে। এই বৈভব এবার আইপিএল অভিষেক করে তুমুল চর্চায়। কোটিপতি লিগের প্রথম বল ফেস করেই ছয় হাঁকানো বৈভব, আইপিএল অভিষেকেই রেকর্ড নিয়ে ছেলেখেলা করেছে। গত কয়েকদিন ধরেই বারবার প্রশ্ন উঠেছিল, রাজস্থান কেন বৈভবকে খেলাচ্ছে না! অবশেষে প্রতীক্ষার অবসান…

আরও পড়ুন: সংস্কৃত শব্দচয়নে মেয়ের ১৮ অক্ষরের নাম! সেলেব কাপল রাহুল-আথিয়া জানালেন মানেও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link