# Tags
#Blog

সপ্তাহের শুরুতেই পড়ল সোনা, আজ কিনলে কততে পাবেন রাজ্যে ?

সপ্তাহের শুরুতেই পড়ল সোনা, আজ কিনলে কততে পাবেন রাজ্যে ?
Listen to this article


Gold Rate: হাত আর ২৪ ঘণ্টা, ভাদ্র মাস শেষ হতেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। যার জেরে ফের দাম বাড়তে শুরু করবে সোনার (Gold Rate)। জেনে নিন, আজ রাজ্যে কত চলছে সোনা রুপোর দর (Gold Silver Price)।  

আজকের সোনার দর (১৬ সেপ্টেম্বর, ২০২৪):

সোনা                                           ওজন                   দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)         ১ গ্রাম                     ৭৩৩৬
২২ ক্যারেট (কিনতে গেলে)            ১গ্রাম                     ৬৯৬৯
২২ ক্যারেট (বেচতে গেলে)            ১ গ্রাম                     ৬৬৭৫
১৮ ক্যারেট                                   ১ গ্রাম                     ৫৭২২
রুপো (৯৯৯)                              ১ কেজি                    ৮৮৯০০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

কেন চাহিদা বেড়েই চলেছে সোনার 
আমাদের দেশে যেকোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে। অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়।

প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

কীভাবে বুঝবেন সোনার বিশুদ্ধতা 
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

Mutual Fund: কোন ধরনের মিউচুয়াল ফান্ড কার জন্য ভাল, এসআইপির আগে অবশ্যই জানুন এই ৫ বিষয়ে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal