Gold Rate : ফের বাড়বে সোনার দাম (Gold Silver Price), শীঘ্রই ৭৬,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে গোল্ড রেট। সেই ক্ষেত্রে শেয়ার বাজারের পাশাপাশি সবার নজর রয়েছে সোনার ওপর। জেনে নিন, আজ রাজ্য়ে কততে পাবেন সোনা।
কোন অপেক্ষায় বাজার
বাজারের নিয়ম অনুসারে নিত্যদিন সোনা-রুপোর দাম ওঠানামা করতে থাকে। বিশ্ববাজারের ওপর অনেকটাই নির্ভর করে এই দাম। সেই কারণে বেশিরভাগ ক্রেতাই দাম তমার অপেক্ষায় থাকেন। বিয়ে বা কোনও অনুষ্ঠানের আগে তা কিনে রাখেন।
আজকের সোনার দর (২ সেপ্টেম্বর, ২০২৪):
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭১২০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৭৬৪
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৪৭৯
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৫৫৪
রুপো (৯৯৯) ১ কেজি ৮২৯৪৬
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
কেন সোনার চাহিদা বেড়েই চলেছে
কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়নার আলাদা কদর রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে। অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
কোন সোনা কেনা উচিত
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
How To Be Croepati: ১০০০ টাকা মাসে দিয়ে পান ১ কোটি, কীভাবে সম্ভব জানেন ?
আরও দেখুন