NOW READING:
সপ্তাহের প্রথম দিনেই আজ কমেছে সোনার দাম ? রাজ্যে কত হল রেট ?
September 30, 2024

সপ্তাহের প্রথম দিনেই আজ কমেছে সোনার দাম ? রাজ্যে কত হল রেট ?

সপ্তাহের প্রথম দিনেই আজ কমেছে সোনার দাম ? রাজ্যে কত হল রেট ?
Listen to this article


Gold Rate: ভারতের শেয়ার বাজারের (Indian Stock Market) সঙ্গে তাল মিলিয়ে ফের গতি নিয়েছে সোনার দাম (Gold Price)। ইতিমধ্যেই ৭৮ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে সোনার রেট। সপ্তাহের শুরুতেই আজ কি দাম কমেছে সোনার। জেনে নিন, রাজ্যের সোনার রেট।

আজকের সোনার দর (৩০ সেপ্টেম্বর, ২০২৪):









সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৫৪০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭১৬৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৮৬০
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৮৮০
রুপো (৯৯৯) ১ কেজি ৯১,২০৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

 সারা দেশেই সোনার চাহিদা বেড়ে চলেছে। শেয়ার বাজারের অস্থিরতা যারা পছন্দ করেন না, তারা অকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসাবে নেন। এ ছাড়াও কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Mobile Phone Explosion: বিছানার পাশে চার্জে ছিল মোবাইল, বিস্ফোরণে ঘুমের মধ্যেই নিহত চিকিৎসক

আরও দেখুন



Source link