NOW READING:
এক লাফে বেড়ে গেল রুপোর দাম, পয়লা বৈশাখের আগে সোনার দামে কী বদল ?
April 12, 2025

এক লাফে বেড়ে গেল রুপোর দাম, পয়লা বৈশাখের আগে সোনার দামে কী বদল ?

এক লাফে বেড়ে গেল রুপোর দাম, পয়লা বৈশাখের আগে সোনার দামে কী বদল ?
Listen to this article


Gold Silver Rate:  সোনার দাম প্রতিদিনই ওঠানামা করতে থাকে। কখনও দাম বাড়ে, কখনও কমে। তবে বেশ কিছুদিন ধরে সোনার দাম বেড়েই চলেছে বাংলার বাজারে। পয়লা বৈশাখের আগে আগে চৈত্রের শেষে দামে কী বদল হল ? বাংলায় আজ শনিবার ১২ এপ্রিল সোনার দামে (Gold Price Today) বড় বদল। দাম ফের বেড়ে গেল সোনা-রুপোর। গতকালের থেকেও আজ সোনা কিনতে বেশি খরচ হবে। দেখে নিন আজকের রেটচার্ট।

  

আজকের সোনার দাম ( ১২ এপ্রিল ২০২৫)                  









সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৯৩৩৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৮৯০০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৮৫২২
১৮ ক্যারেট ১ গ্রাম ৭৩০৫
রুপো (৯৯৯) ১ কেজি ৯৪,৯২১

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:               

  • সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
  • গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।
  • বাইব্যাক: অনেক গয়নার দোকানে পুরাতন গয়নার বদলে নতুন গয়না কিনতে চাইলে বাইব্যাকের অপশন রয়েছে। নকশা এবং ট্রেন্ড পরিবর্তিত হতে পারে, তবে সোনার মূল্য একই থাকে। অতএব, কেনার সময় বাইব্যাক নিয়ে আলোচনা করে নিতে পারেন। 

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ । বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও দেখুন



Source link