Gold Rate: সোনার দাম এই বিয়ের মরশুমে কমেই চলেছে। গতকাল সপ্তাহের প্রথম দিনেই সস্তা হয়েছিল সোনা, আজ মঙ্গলে এসেও অনেকটাই সস্তা হয়েছে সোনার দাম। আর সোনা সস্তা হলে সাধারণ মানুষের মনে খানিক স্বস্তি মেলে। সোনাকে অনেকেই মনে করেন বিপদের ত্রাতা। সংসারে টাকা-পয়সার টানে সোনা (Gold Silver Rate) অনেক কাজে আসে। তাই অনেকেই গয়না নয়, বরং সোনায় (Gold Price) বিনিয়োগ করে রাখেন। সোনা (Gold Rate Today) কিনতে কত খরচ হবে আজ ? দেখে নিন আজকের রেটচার্ট।
যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।
আজকের সোনার দর (৮ নভেম্বর, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৫৩২ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭১৫৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৮৫৪ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৮৭৫ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৯,৫১৪ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনাতে বিনিয়োগ করেন অনেকেই
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন:Multibagger Stock: ১ বছরেই ৩৩০০ শতাংশ বেড়েছে দাম, এবার বোনাস শেয়ারও দেবে এই সংস্থা
আরও দেখুন