NOW READING:
একদিন দু’বার বাড়ল সোনার দাম, আজ রাজ্যে কত যাচ্ছে রেট ?
February 10, 2025

একদিন দু’বার বাড়ল সোনার দাম, আজ রাজ্যে কত যাচ্ছে রেট ?

একদিন দু’বার বাড়ল সোনার দাম, আজ রাজ্যে কত যাচ্ছে রেট ?
Listen to this article


Gold Price in West Bengal: ভারতের শেয়ার বাজারে (Stock Market) পতনের গতি বজায় থাকায় এবার সোনায় (Gold Price) ভরসা রাখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা (Investment)। আজও স্টক মার্কেটে (Share Market) বড় পতন সোনার দাম (Gold Rate Today) বাড়িয়েছে। একদিনে ২ বার বেড়েছে রেট। জেনে নিন, আজ রাজ্যে সোনা কিনলে (West Bengal Gold Rate) কততে পাবেন ?

এমনিতেই বাজারের ওঠানামার ওপর নির্ভর করে সোনার দাম। প্রতিদিনই বাড়ে কমে এই মূল্যবান ধাতু। তবে এই কয়েক দিনে বাজেটের পর থেকে প্রতিদিনই বাড়ছে সোনার দাম। একদিনে আজ দু-বার বেড়েছে সোনার দাম। আজও বাংলার বাজারে গতকালের থেকেও বেড়ে গিয়েছে সোনার দাম। বিয়ের মরশুমে সোনা (Gold Price) কিনতে কত খরচ হবে আজ ? জেনে নিন আজকের দর। 

 স্বর্ণশিল্প বাঁচাও কমিটি ঠিক করে এই দাম 

বাজারের ওঠানামার ভিত্তিতে প্রতিদিনই সোনার দামে বদল হয়। রাজ্য অনুসারে সোনার দামও আলাদা, আলাদা। দোকানে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার, কবে সোনার দাম (Gold Price) কত। মনে রাখতে হবে ক্যারাট অনুসারে সোনার দাম আলাদা আলাদা। এবিপি লাইভ প্রতিদিন এই তথ্য শেয়ার করে। আজ বাংলার বাজারে সোনার দামের খবর তুলে ধরছে এবিপি লাইভ। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*। 

সোনার দামে ওঠানামা চলতেই থাকে

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্ন পাওয়ার আশায়। ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট।  প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক,করের  পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও দেশের বিভিন্ন জায়গায় সোনার দামে পরিবর্তন হয়ে থাকে। রুপোর গয়নার  জনপ্রিয়তাও এখন যথেষ্ট। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপোর বার কিনে রাখেন।  

আজকের সোনার দাম (১০ ফেব্রুয়ারি ২০২৫)









সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৮৫৪৯
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৮১২০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭৭৮০
১৮ ক্যারেট ১ গ্রাম ৬৬৭০
রুপো (৯৯৯) ১ কেজি ৯৫,৯৯৬

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                            

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও দেখুন



Source link