NOW READING:
একদিনে তিনবার বাড়ল সোনার দাম, রাজ্যে আজ কিনলে কততে পাবেন ?
February 5, 2025

একদিনে তিনবার বাড়ল সোনার দাম, রাজ্যে আজ কিনলে কততে পাবেন ?

একদিনে তিনবার বাড়ল সোনার দাম, রাজ্যে আজ কিনলে কততে পাবেন ?
Listen to this article


Gold Rate : শেয়ার বাজারে (Stock Market) সেরকম গতি না থাকায় নতুন করে সোনায় (Gold Price Hike) বিনিয়োগের (Investment) দিকে উদ্যোগ নিয়েছেন ক্রেতারা। সেই কারণে একই দিনে তিনবার বদলে গেল সোনার দাম (Gold Price Today) । শেষ বেলাতেও রাজ্যে দাম বেড়েছে মূল্যবান এই ধাতুর। জেনে নিন, আজ দিনের শেষে রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট।  

বার বার দাম বেড়েছে একই দিনে
এর আগে একইদিনে দু’বার বদল হয়েছে সোনার দামে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির দেওয়া দামের ভিত্তিতে দেখা যাচ্ছে সোনার দাম (Gold Price) আজ সকালের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। আজ এই নিয়ে পরপর তিনবার বাড়ল সোনার দাম। বাজারে বিশেষজ্ঞরা বলছে, বাজেটে শুল্ক কমানোর পর সোনার দাম আরও গতি ধরেছে।

বাজারের ওঠানামর ভিত্তিতে প্রতিদিনই সোনার দামে বদল হয়। রাজ্য অনুসারে সোনার দামও আলাদা, আলাদা। দোকানে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার, কবে সোনার দাম (Gold Price) কত। মনে রাখতে হবে ক্যারাট অনুসারে সোনার দাম আলাদা আলাদা। এবিপি লাইভ প্রতিদিন এই তথ্য শেয়ার করে। আজ বাংলার বাজারে সোনার দামের খবর তুলে ধরছে এবিপি লাইভ। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*। 

আজকের সোনার দাম (৫ ফেব্রুয়ারি ২০২৫)

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্ন পাওয়ার আশায়। ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট।  প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক,করের  পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও দেশের বিভিন্ন জায়গায় সোনার দামে পরিবর্তন হয়ে থাকে। রুপোর গয়নার  জনপ্রিয়তাও এখন যথেষ্ট। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপোর বার কিনে রাখেন।  

 

আজকের সোনার দাম (৫ ফেব্রুয়ারি ২০২৫)









সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৮৪৩৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৮০১৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭৬৭৮
১৮ ক্যারেট ১ গ্রাম ৬৫৮০
রুপো (৯৯৯) ১ কেজি ৯৬,১৭৪

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

10 Rs Coin: ১০ ও ২০ টাকার কয়েন উঠে যাবে ? লোকসভায় এই তথ্য দিল সরকার

আরও দেখুন



Source link