NOW READING:
সপ্তাহের শুরুতেই বাংলায় স্বস্তি সোনার দামে? বড় খবর দিল ব্যবসায়ী সংগঠন
February 24, 2025

সপ্তাহের শুরুতেই বাংলায় স্বস্তি সোনার দামে? বড় খবর দিল ব্যবসায়ী সংগঠন

সপ্তাহের শুরুতেই বাংলায় স্বস্তি সোনার দামে? বড় খবর দিল ব্যবসায়ী সংগঠন
Listen to this article


Gold Silver Price: একবার চড়ছে তো আবার নামছে সোনার দাম। সপ্তাহান্তেই সোনার দাম বেড়েছিল লাফ দিয়ে । ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছিল ৮১৮৫ টাকা। সপ্তাহ শুরুতেও খুব একটা আশাব্যাঞ্জক হল না সোনার দাম। 

গত সপ্তাহটা ওঠা-নামার মধ্যে দিয়েই গিয়েছিল সোনার দাম। শুক্রবার সোনার দামে বেশ কিছুটা পতনের পরই ফের বাড়ে দাম। বিয়ের অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্যই হোক কিংবা ভবিষ্যতের বিনিয়োগের জন্যই হোক, সোনা অনেকেরই পয়লা পছন্দ। তাই তাঁরা চোখ রাখেন রাজ্যে প্রতিদিনের সোনার দরে (Gold Price Today)। সপ্তাহের শুরুতে আবার দাম বেড়ে গেল সোনার।  তবে দাম যেমনই হোক, বিয়ের মরশুমে সোনার চাহিদা তো থাকবেই। দেখে নেওয়া যাক আজ সোনার দাম কত।  

আজকের সোনার দাম (২৪ ফেব্রুয়ারি ২০২৫)                  









সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৮৬০৭
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৮১৪০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭৮৩২
১৮ ক্যারেট ১ গ্রাম ৬৭১৫
রুপো (৯৯৯) ১ কেজি ৯৬,৫১৮

সোনার খাদ ও ক্যারাটের সম্পর্ক 

  • ২৪ ক্যারাটের সোনা : সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। 
  • ২২ ক্যারাটের সোনা : এই সোনায় সামান্য খাদ মেশানো থাকে। এই সোনাই গয়না তৈরির কাজে লাগে।
  • ১৮ ক্যারাটের সোনা : সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। 

    *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                                    

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও দেখুন



Source link