কলকাতা : সপ্তাহান্তে অনেকটাই কমেছিল সোনার দাম। হঠাৎ করে সোনা সস্তা হওয়ায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ক্রেতারা। সপ্তাহ শুরুতে সোনার দামে বড় হেরফের হল না। তবে শনিবারের থেকে কিঞ্চিত বেড়েই গেল সোনার দাম। শুক্রবারের থেকে এক ধাক্কায় শনিবার অনেকখানি কমে যায় (Gold Rate) সোনার গ্রাম প্রতি দাম । বিয়ের মরশুম (Gold Price) নেই, তাই চাহিদা কমার কারণেই সম্ভবত দাম কমছে সোনার, এমনটাই মনে করছেন অনেকে। সোমবার বাংলার বাজারে কেমন হল সোনার দাম। চলুন দেখে নেওয়া যাক।
আজকের সোনার দাম (১০ মার্চ ২০২৫)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৮৫৮১ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৮১৫৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭৮০৮ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬৬৯৫ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৬,৭৭১ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও দেখুন