Gold Silver Rate: একইদিনে আবার বদলে গেল সোনার দাম। আজ বৃহস্পতিবার সকালে গতকালের থেকে অনেকটাই দাম (Gold Silver Price) কমে গিয়েছিল। তবে সেই স্বস্তি আর দীর্ঘস্থায়ী হল না। আজ আবার দাম বেড়ে গেল সোনার (Gold Price)। সকালের থেকে আজ দুপুরে দাম বাড়ল সোনার। দেখে নিন এখন কত দরে বিকোচ্ছে সোনা রুপো।

আজকের সোনার দর (১৯ সেপ্টেম্বর, ২০২৪):









সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭২৯৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯৩০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৬৩৮
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৬৯০
রুপো (৯৯৯) ১ কেজি ৮৮,৯৫২

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

সোনা কেনার ঝোঁক রয়েছে বাঙালিদের

বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।

সোনায় বিনিয়োগ করেন অনেকে

অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

সোনার বিশুদ্ধতা দেখে নিতে হবে

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Layoff News: ধর্মঘটে সামিল ৩৩ হাজার কর্মী, বড়সড় ছাঁটাইয়ের ঘোষণা এই বিমান সংস্থার

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *