জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্লেসিয়ার বার্স্টের ভয়ংকর ঘটনা ঘটল বদ্রীনাথে (Glacier Burst In Badrinath)। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে এক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছিল। অন্ততপক্ষে ৬০ জন কাজ করছিলেন ওখানে। ১৬ জনকে কোনও রকমে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও আটকে। উদ্ধার করা শ্রমিকদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Deadliest Train Accident: বিশ্বের ভয়ংকরতম রেলদুর্ঘটনা? গোটা ট্রেন ভেসে গেল দৈত্যাকার ঢেউয়ের স্রোতে, শয়ে-শয়ে মৃত্যু…
জানা গিয়েছে, বদ্রীনাথ ধামের চামোলিতে মোট ৫৭ জন শ্রমিক সংশ্লিষ্ট অঞ্চলে কাজ করছিলেন। তখনই সেখানে এই হিমবাহ-ধস নামে। সেখানে প্রাথমিক ভাবে সবাই চাপা পড়ে যান। তবে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে ১০ জনকে বের করা হয়। এখনও বাকিরা বরফের ভিতরেই। চামোলিতে মানা গ্রামে এই নির্মাণকাজ চলছিল।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর তরফে জানানো হয়েছে, চামোলির মানা গ্রামে এই কাজ চলছিল। সামনেই চিন-ভারত সীমান্ত। সেখানেই এই নির্মাণকাজ চলছিল। পুলিসের তরফে জানানো হয়েছে, বর্ডার রোড অর্গানাইজেশনের ক্যাম্পে এই তুষারধস নেমেছে। চারটি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে। প্রচণ্ড তুষারপাতের কারণে উদ্ধারকাজে বাধা পড়ছে। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজ করছে স্টেট ডিজাস্টার রেসপন্স, ফোর্স (SDRF), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), ইন্দো-টিবেটান বর্ডার পুলিস (ITBP)।
আরও পড়ুন: Aghori Baba: সঙ্গমেই সিদ্ধি, মৃতদেহের সঙ্গেও মাতেন যৌনতায়! শিবচতুর্দশীর শেষে, অমাবস্যার শুরুতে চিনে নিন…
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ১৬ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি প্রয়োজনীয় সমস্ত কিছু ঘটনাস্থলে সরবরাহ করার বিষয়ে আশ্বস্ত করেছেন। জেলা প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে আইটিবিপি। সঙ্গে অন্য এজেন্সিরাও আছে। তিনি আরও বলেছেন, তিনি বদ্রীবিশালজির কাছে প্রার্থনা করছেন যাতে শ্রমিক ভাইরা সকলেই নিরাপদ থাকেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)