ABP Ananda Live: ঘোড়ামারা দ্বীপের পাশে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি বার্জ সি ওয়ার্ল্ড। বার্জটি ক্রমশ মুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করেছে। ফলে বার্জের ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা। চড়াতে ধাক্কা মারার পর দু’ভাগ হয়ে গেছে বার্জটি। এই এলাকায় প্রচুর মানুষ মাছ ধরেন। বার্জটি ডুবে গেলে ফ্লাই অ্যাশ নদীর জলে মিশে দূষণ ছড়াবে। পুরো বিষয়টি কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজর আনা হয়েছে। বার্জের ভারতীয় এজেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ।
অমানবিক ! হাসপাতালে বমি করে ফেলেছিল অসুস্থ দুধের শিশু, সেই বমি মোছানো হল বাবাকে দিয়েই !
অমানবিক ! অসুস্থ শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে তা পরিষ্কার করানো হল হাসপাতালে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় শোরগোল পড়ে গেছে। বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Post) হয়ে গেছে। ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় হাসপাতালে এই ‘শাস্তি’-তে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। হাসপাতালে কোনও সুইপার না থাকার কথা বলে বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ।