জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেই বোধহয় বলে ‘ঘোর কলিযুগ’! ফোনে ‘মত্ত’ মা হাঁটা দিলেন কোলের একরত্তি সন্তানকে ফেলেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিয়ো।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, মা ফোনে কথা বলতে ব্যস্ত। তাঁর চারপাশের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। কোনও হুঁশ-ই নেই। ফোনে কথা বলতে বলতেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আর তাঁর পিছন এক ব্যক্তি কোলে একটি বাচ্চাকে নিয়ে ‘ও ম্যাডাম, ও ম্যাডাম’ বলে ডাকতে ডাকতে দৌড়চ্ছেন। এদিকে ওই মহিলার কোনও হুঁশ-ই নেই।
বেশ খানিকক্ষণ ডাকাডাকির পর হুঁশ ফেরে ওই মহিলার। শেষে তিনি ফোনে কথা বলা ছেড়ে ফিরে আসেন। লোকটির কাছ থেকে নিজের বাচ্চাকে ফেরত নেন। একইসঙ্গে জানান যে, ফোনে কথা বলতে বলতে মনের ভুলে তিনি তাঁর সন্তানকে দোকানে ফেলে রেখে চলে এসেছেন।
घोर कलयुग pic.twitter.com/KoFP7PIZuL
— Kattappa (@kattappa_12) March 4, 2025
এই ভিডিয়ো দেখার পর নেটিজেনরা অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফোনের প্রতি এই অতিরিক্ত নেশা নিয়ে।
আরও পড়ুন, Heart Attack | Cardiac Arrest: খেয়ে রেস্তরাঁয় বিল মেটাতে মেটাতেই হার্ট অ্যাটাক! লুটিয়ে পড়লেন যুবক, মৃত্যু! Shocking Video…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)