জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজিয়াবাদের (Ghaziabad Incident) হাড়হিম ঘটনা।
নির্যাতনের ঘটনা:
বাড়িতে বৃদ্ধা মহিলাকে তার পুত্রবধূ নির্মমভাবে মারধর করে এবং টেনে হিঁচড়ে নিয়ে যায় সিঁড়ি দিয়ে টেনে। ১ জুলাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মারামারিতে তিনজন মহিলা জড়িত ছিলেন, যাদের মধ্যে একজন মহিলা তার মোবাইল ফোনে পুরো ঘটনাটি ভিডিয়ো করেছিলেন।
আরও পড়ুন: Maharashtra Murder Case: দুর্ভাগা স্বামী পক্ষাগ্রাতে শয্যাশায়ী, তাও নাকি পথের কাঁটা! বউ চেপে ধরল আর প্রেমিক বালিশ দিয়ে…
সিসিটিভি রেকর্ডিং:
এক মিনিট ২৮ সেকেন্ডের সিসিটিভি রেকর্ডিং শুরু হয় দুই মহিলার মধ্যে তর্ক-বিতর্কের মাধ্যমে – আকাঙ্ক্ষা নামে এক যুবতী এবং তার শাশুড়ি। আকাঙ্ক্ষা কোথাও থেকে এসেছে বলে মনে হচ্ছে, কারণ তাকে দুটি ছোট ব্যাগ হাতে নিয়ে বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে। আকাঙ্ক্ষার মা সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছেন, একটি ক্রস-বডি ব্যাগ এবং একটি মোবাইল ফোন নিয়ে, তিনি মারামারির রেকর্ডিং করছেন।
আকাঙ্ক্ষাকে তার শাশুড়ির দিকে চিৎকার করতে দেখা যাচ্ছে, এরপর সিঁড়ির দিকে এগিয়ে যান এবং প্রথম সিঁড়িতে বসে পড়েন। যখন তিনি লক্ষ্য করেন যে পুরো ব্যাপারটা রেকর্ড করা হচ্ছে, তখন তিনি উঠে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারপর এই ঘটনা মারামারির পর্যায়ে চলে যায়।
শাশুড়িকে মারধর:
আকাঙ্ক্ষা দুজনের মাঝখানে এসে তার শাশুড়িকে হঠাত্ চড় মারে। তিনি তাঁকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন এবং বারবার তার মাথায় আঘাত করেন। আকাঙ্ক্ষার মা তার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। তরুণীটি এক পা পিছিয়ে গিয়ে তার ব্যাগগুলো নামিয়ে রাখে। এর মাঝেই তার শাশুড়ি পাশের দরজার দিকে দৌড়ে গিয়ে ধাক্কা দিতে শুরু করে। আকাঙ্ক্ষা তাকে পিছনে টেনে ধরে, তার হাত ধরে, দেয়ালে আটকে দেয় এবং তারপর তার হাত এত জোরে টেনে নেয় যে বৃদ্ধা মহিলাটি উল্টে পড়ে যায়। তার জুতা খুলে যায়। আকাঙ্ক্ষা লাথি মেরে তার শাশুড়িকে সিঁড়ি দিয়ে টেনে নামাতে শুরু করে।
এরপরই দরজা খুলে যায়, এবং আকাঙ্ক্ষা ঘুরে তার শাশুড়িকে ঘরের ভেতরে টেনে নিয়ে যায়।
আরও পড়ুন: Tahawwur Rana: ‘ISI ছিল পিছনে, আমি ছিলাম পাকসেনার বিশ্বস্ত এজেন্ট…’, বিস্ফোরক স্বীকারোক্তি ২৬/১১
পুত্রবধূ ইঞ্জিনিয়ার:
তদন্তের পর জানা যায় যে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আকাঙ্ক্ষা আড়াই বছর আগে অন্তর্ক্ষীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অন্তর্ক্ষী, যিনি নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গুরুগ্রামের বাইরে কাজ করেন, আকাঙ্ক্ষা বাড়িতে থেকে কাজ করেন।
গাজিয়াবাদের কবি নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)