জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:শ্বশুর পিশাচ। একলা ঘরে পূত্রবধূকেও ভোগ করতে চায়। শরীরে বসাতে চায় লালসার নখদাঁত। তবে পারেনি। রাতে ঘুমন্ত মেয়েটির গায়ে অসভ্য হাতের চলাফেরায় ঘনাল বিপদ। জেগে উঠল ছেলের বউ। শ্বশুরের কামুক রূপ দেখে রণংদেহী মূর্তি ধারণ করলেন। চালিয়ে দিলেন টিভি। যাতে মারলে আওয়াজ ঢাকা পড়ে যায়। তারপরই ক্রিকেট ব্যাট হাতে তুলকালাম আড়ংধোলাই।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
গাজিয়াবাদের আরতি, তার শ্বশুরকে খুন করল। গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্ত মহিলাকে। মৃত শ্বশুরমশাই নিয়মিত বৌমার প্রতি যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ। এতে বিরক্ত হয়ে মহিলা তাকে প্রথমে নগ্ন করে এবং তারপর ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মালিকের পরিবারকে বাঁচাতে ১২ ফুটের শঙ্খচূড় ১১ টুকরো করল ভীমা, তারপরই ঢলে পড়ল বিষে..
গাজিয়াবাদের গোবিন্দপুরমের ডি-ব্লকের বাসিন্দা আরতি, তার ৬৮ বছর বয়সী শ্বশুরকে শুক্রবার রাতে তিনি তার পুত্রবধূকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। তার অসভ্য হাত এগিয়ে দেয় বৌমার দিকে। আরতিকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। ব্যাট দিয়ে মারার সময় তার চিৎকার যাতে প্রতিবেশী বা পরিবারের অন্য সদস্যরা শুনতে না পান, সেজন্য অভিযুক্ত আরতি টেলিভিশন চালু করে শব্দ বাড়িয়ে দেয়, যাতে তার শ্বশুরের আর্তনাদ কেউ শুনতে না পায়।
রাত ৯টা নাগাদ ভাড়াটিয়াদের একজন বৃদ্ধকে নগ্ন,রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তখনই পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে। মৃতের স্ত্রী এবং তার ছেলে, অর্থাৎ অভিযুক্তের স্বামী ইতিমধ্যেই মারা গেছেন। অভিযুক্ত মহিলা তার দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতেই থাকতেন।
আরও পড়ুন: এত কষ্ট দিয়ো না প্লিজ! আর্তিই সার, ৪৪ মিনিট লাইভে থেকে শেষ শিবু, দেখল বউ-শাশুড়ি
প্রাথমিক তদন্ত অনুসারে, নিহত ব্যক্তির একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এবং তিনি তার পুত্রবধূর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। জানা যায়, হত্যার রাতে,এরকমই যৌন অত্যাচার করছিলেন বৌমার উপর ওই নিহত ব্যক্তি।
পুলিশ আরও একটি দিক তদন্ত করছে। সম্পত্তি বিরোধের বিষয়। মামলার প্রধান অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সমস্ত দিক তদন্ত করে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)