জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার-ই সামনে এসেছে টিসিএস কর্মচারীর আত্মহত্যার ঘটনা। আত্মঘাতী হওয়ার আগে লাইভ ভিডিয়োয় তিনি বার বার করে সমাজের পুরুষদের কথাও একবার ভাববার জন্য অনুরোধ করেছেন। এবার সামনে এল আরও একটি ঘটনা। যেখানে স্ত্রী তাঁর স্বামী ও স্বামীর বন্ধুদের বিরুদ্ধে মিথ্যে গণধর্ষণের অভিযোগ করেছিলেন।
ঘটনাটি যোগীরাজ্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিস। ওই মহিলার অভিযোগ ছিল, বর্তমানে যিনি তাঁর স্বামী, তাঁর সঙ্গে বিয়ের আগে তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন। তারপর বিয়ে করেন তাঁরা। বিয়ের পর স্বামী তাঁর বন্ধুদের নিয়ে তাঁকে গণধর্ষণ করেন। এমনকি তাঁর গোপনাঙ্গে বোতলও ঢুকিয়ে দেন। এমনকি ওই মহিলা আরও অভিযোগ করেন যে, তিনি গর্ভবতী হওয়ার পর তাঁর স্বামী তাঁর পেটে লাথিও মারেন। যাতে তাঁর গর্ভপাত হয়ে যায়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
মোট ৩টি অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু পরবর্তীতে তাঁর করা অভিযোগগুলি মিথ্যে প্রমাণিত হয়। পাশাপাশি ওই মহিলা বারংবার তাঁর বয়ান বদল করতে থাকেন। শেষে পুলিস মিথ্যে অভিযোগ করার দায়ে তাঁকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন, Madhyamgram Update: ৭ বছরের ‘সুখনীড়’… স্বামী সুমনের সঙ্গে কেমন ছিল প্রিয়াঙ্কার সংসার?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)