জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, টানা ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এখনও ভারতীয় ক্রিকেটে চর্চায়, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার!নেটদুনিয়ায় ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ধরে ধরে রোহিত শর্মাদের (Rohit Sharma) ধুয়ে দিয়েছেন। কোচ গৌতম গম্ভীরকেও (Gautam Gambhir) করা হয়েছে চরম কটাক্ষ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করেছেন গম্ভীর। এরকম নেটপাড়ার সমালোচনায় তিনি কর্ণপাত করবেন না বলেই জানিয়ে দিলেন।
আরও পড়ুন: রোহিত শর্মার বদলে রাতারাতি অস্ট্রেলিয়ায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি!
গম্ভীর বলেন, ‘আমার বা কারেরা জীবনে সোশ্য়াল মিডিয়া কী ফারাক গড়ে দেয়! আমি যখন এই চাকরিটি নিয়েছিলাম, আমি জানতামই যে, কাজটা যেমন খুব কঠিন হতে চলেছে, তেমনই অত্য়ন্ত সম্মানেরও। আমার গায়ে কোনও আঁচ পড়েনি। আমি অত্য়ন্ত সত্ নিজের কাজের প্রতি। সাজঘরে অসাধারণ কিছু কঠিন চরিত্রের মানুষ রয়েছে। যারা দেশের হয়ে অসাধারণ সব কৃতিত্ব অর্জন করেছে। আগামী দিনেও করতে থাকবে। তাদের কোচিং করানো বিরাট সম্মানের।’
সম্প্রতি রিকি পন্টিং ধুয়ে দিয়েছিলেন বিরাট কোহলিকে। তাঁর অফ-ফর্ম নিয়ে কথা বলেছিলেন অজি কিংবদন্তি। আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেছিলেন, ‘আমি এক জায়গায় পরিসংখ্য়ান দেখলাম, সেখানে বলা হচ্ছে বিরাট নাকি শেষ পাঁচ বছরে মাত্র দু’টি টেস্ট সেঞ্চুরি করেছে। এটা আমার ঠিক মনে হয়নি। কারোর ঠিক মনে হলে ঠিক মনে হবে। আমার কাছে এটি চিন্তার বিষয়। আমার তো মনে হয় না, আন্তর্জাতিক ক্রিকেটে আর একজনও টপ-অর্ডার ব্য়াটার নেই যে, পাঁচ বছরে মাত্র দু’টি সেঞ্চুরি করেছে।’
এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবা উচিত, ভারতীয় ক্রিকেট নিয়ে তার কেন চিন্তা? বিরাট এবং রোহিত অবিশ্বাস্যভাবে শক্তিশালী পুরুষ। তারা ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু অর্জন করেছে এবং তারা আগামী দিনেও অনেক কিছু অর্জন করবে। এখনও ওরা কঠোর পরিশ্রম করে। আজও প্যাশনেট। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাজঘরের এই খিদেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। পুরো দলের খিদে আরও বেড়ে গিয়েছে শেষ সিরিজের পর।’
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় রোহিতহীন ভারত! ডনের দেশে গুরুদায়িত্বে কে? জিজি বেছে নিলেন ওপেনার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours