Gautam Gambhir: ‘এটা কোনও ক্রিকেট! ভারতের ব্যাটিং কোচ কে?’ গৌতমদর্শনকে চরম কটাক্ষ মহারথীর…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের কাছে ভারতের চরম বিপর্যয়ের পরে, অধিনায়ক রোহিত শর্মাকে যেমন আসামীর কাঠগড়ায় তোলা হচ্ছে, ঠিক তেমনই পোস্টমর্টেম হচ্ছে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরেরও (Gautam Gambhir) ! কারণ হারের দায়ভার কোচের উপরও ভীষণ ভাবেই বর্তায়। আর এই অবস্থায় পাকিস্তানের প্রাক্তন তারকা বসিত আলি (Basit Ali) সরাসরি প্রশ্ন তুললেন গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফদের নিয়ে। 

আরও পড়ুন: ‘ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ’, অস্ট্রেলিয়ায় নতুন অধিনায়ক! রোহিতের বদলে কে?

বসিত তাঁর ইউটিউব চ্য়ানেলে ভিডিয়ো করে বলেন, ‘আচ্ছা ভারতের ব্যাটিং কোচ কে? যে এটা বলতে পারছে না যে, টেস্ট ক্রিকেট সেশন ধরে ধরে হয়। প্রতি ওভারে ১০-১২ রান করো! এটা কোনও ক্রিকেট হল! কেউ যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলদের বলার নেই যে, যখন তোমরা ৩০-৩৫ রান করে ফেলবে, তখন ভুলভাল শট মেরে আউট হবে না। পুরো সেশন খেলার চেষ্টা করো। কারণ এরকম ট্র্য়াকে একমাত্র সেট ব্যাটারই সফল হতে পারে। একটা সময়ে সেই তোমার ব্র্যাডম্যান! কিন্তু আমার মনে হচ্ছে, যে তারা অপেক্ষা করছে। তারা জানে যে, এবার বিরাট কোহলি, ঋষভ পন্থ ও কেএল রাহুল ও সরফরাজ খানরা রয়েছে।’ ভারতের হেড কোচ গম্ভীর, সহকারি কোচ অভিষেক নায়ার ও রায়ান ডেন ডসখাতে, বোলিং কোচ মর্নি মর্কেল, ফিল্ডিং কোচ টি দিলীপ। তবে রোহিতদের  ব্যাটিং কোচ কে, সেই বিষয়ে কোনও স্বচ্ছতা নেই যদিও। রাহুল দ্রাবিড়ের জমানায় ভারতের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর। 

জানা যাচ্ছে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিই হতে চলেছে দেশের জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ওপেনারের কাছে অগ্নিপরীক্ষা। অকৃতকার্য হলেই গম্ভীরকে আর রেয়াত করা হবে না। রোহিতদের মাথায় বসানো হবে তখন অন্য় একজনকে! এমনটাই রিপোর্ট একাধিক মিডিয়ার। জাতীয় দলের কোচ হিসেবে এখনও পর্যন্ত গম্ভীরের রেকর্ড খুবই খারাপ! পরপর লজ্জায় নাম জুড়ছে ভারতের। শ্রীলঙ্কায় গিয়ে ওডিআই সিরিজ হেরে এসেছেন রোহিতরা। তারপর আবার কিউয়িদের বিরুদ্ধে ঐতিহাসিক হার! 

রোহিত শর্মা জাতীয় দলের টি-২০ অধিনায়কত্ব ছাড়ার পর, সূর্যকুমার যাদবকে সেই দায়িত্ব দেওয়া হয়। যদিও অধিনায়ক হওয়ার দৌড়ে অনেক এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। জানা যাচ্ছে এখানেও কলকাঠি নেড়েছেন জিজি-ই! এখানেই শেষ নয়, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে নীতীশ রেড্ডি ও হর্ষিত রানাকেও ঢুকিয়েছেন গম্ভীরই! এই দুই ক্রিকেটারের দলে নাম দেখে অনেকেই চমকেছেন!

আরও পড়ুন: ১৬১ রানে খেল খতম! অস্ট্রেলিয়ায় থরহরিকম্প ভারতের… রাহুল শুনলেন, ‘ব্র্যাডম্যান নও’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours