# Tags
#Blog

‘প্রতিটা আঘাত আমাদের আরও শক্তিশালী করে’, ঘুষকাণ্ডের অভিযোগে পাল্টা জবাব আদানির

‘প্রতিটা আঘাত আমাদের আরও শক্তিশালী করে’, ঘুষকাণ্ডের অভিযোগে পাল্টা জবাব আদানির
Listen to this article


Adani Group: এই প্রথমবার মার্কিন আদালতের ঘুষকাণ্ডের অভিযোগ নিয়ে মুখ খুললেন ভারতের অন্যতম ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। জয়পুরে ‘ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ড’-এর ৫১তম অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় গৌতম আদানি (Adani Group) এই মার্কিনি অভিযোগ (US Allegations Bribery Case) নিয়ে পাল্টা জবাব দেন প্রকাশ্যে। এই আইনি জটিলতা যে নতুন নয়, তাও স্পষ্ট জানান আদানি। তিনি বলেন, ‘এটাই প্রথমবার নয়, এটা আমাদের অগ্রগতির মূল্য’।

কী বলেন গৌতম আদানি

এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গৌতম আদানি জানিয়েছেন, ‘আপনার বেশিরভাগই জানেন যে দুই সপ্তাহ আগে আদানি গ্রিন এনার্জি সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগের সম্মুখীন হয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছিল সংস্থার বিরুদ্ধে। এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এর আগেও আমাদের হতে হয়েছে, এটা প্রথম কোনো ঘটনা নয়। আপনাদের জানাই, প্রতিটি আঘাত আমাদের আরও শক্তিশালী করে। প্রতিটি প্রতিবন্ধকতা আদানি গোষ্ঠীর জন্য একেকটি উন্নতির অগ্রগতির সোপান হয়ে ওঠে। রাজনৈতিকভাবে প্রতিটি বিরোধী দল আমাদের আরও শক্তি জোগায়।

গৌতম আদানি আরও জানিয়েছেন যে এই মার্কিন মুলুকের মামলায় আদানি গ্রুপের কারও উপর কোনো সংস্থার উপর এফসিপিএ আইন লঙ্ঘন কিংবা ন্যায়বিচারে বাধা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ চাপেনি।

‘আমাদের অগ্রগতির মূল্য…’

এই বিষয়ে গৌতম আদানি আরও জানান যে, ‘আজকের দুনিয়ায় সত্য ঘটনার থেকে নেতিবাচক ঘটনা অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছি। বিশ্বমানের নিয়ন্ত্রক সংস্থার উপর আবারও পূর্ণ আস্থা রাখার চেষ্টা করছি। যাইহোক এই কয়েক বছরে আমাদের যে যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হল তা আসলে আমাদের অগ্রগতির মূল্য। যত বড় যত দৃপ্ত হবে তোমার স্বপ্নগুলি, এই দুনিয়া তোমায় আরও বেশি করে পরখ করে দেখবে।

আমেরিকায় কী কী অভিযোগ ছিল

আমেরিকার নিউইয়র্ক আদালতে গৌতম আদানি সহ আরও ৭ জনের উপরে ২২৫০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল। আগামী ২০ বছরে আমেরিকায় ২ বিলিয়ন ডলারের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পাওয়ার জন্য এই ৭ জন সরকারি আধিকারিককে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন বলেই অভিযোগ দায়ের করা হয়েছিল। আদানি গ্রুপ যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি, বিনীত জৈনের উপর এফসিপিএ লঙ্ঘনের কোনো অভিযোগ নেই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Multibagger Stock: ২১০০ শতাংশ রিটার্ন এই স্টকে, ৬২৪ কোটির নতুন প্রজেক্ট পেল সংস্থা- আরও বাড়বে দাম ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal