NOW READING:
গার্ডেনরিচকাণ্ডের পর নতুন পদক্ষেপ, পুরসভার সব ওয়ার্ডেই সার্ভে রিপোর্ট ‘বাধ্যতামূলক’
August 1, 2024

গার্ডেনরিচকাণ্ডের পর নতুন পদক্ষেপ, পুরসভার সব ওয়ার্ডেই সার্ভে রিপোর্ট ‘বাধ্যতামূলক’

গার্ডেনরিচকাণ্ডের পর নতুন পদক্ষেপ, পুরসভার সব ওয়ার্ডেই সার্ভে রিপোর্ট ‘বাধ্যতামূলক’
Listen to this article


গার্ডেনরিচকাণ্ডের পর নতুন পদক্ষেপ। এবার থেকে কলকাতা পুরসভার সব ওয়ার্ডেই বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার সঙ্গে সার্ভে রিপোর্টও জমা দিতে হবে। কিন্তু, LBS-রা বলছেন, অ্যাডেড এরিয়ার ডিজিটাল সার্ভে রিপোর্ট নেই কলকাতা পুরসভার কাছে। এই অবস্থায়, ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরোটাই আস্তে আস্তে ডিজিটাল করা হচ্ছে।

গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পর নতুন সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এবার থেকে, কলকাতা পুরসভার সব ওয়ার্ডেই বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার সঙ্গে সার্ভে রিপোর্টও জমা দিতে হবে। কিন্তু, কী এই সার্ভে রিপোর্ট? কোনও জমির চরিত্র-সহ বিভিন্ন তথ্য থাকে এই সার্ভে রিপোর্টে। কোনটা বাস্তু জমি আর কোনটা জলা, তা এই সার্ভে রিপোর্টে উল্লেখ থাকে। ১৭ মার্চ, কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচে ভেঙে পড়ে নির্মীয়মাণ বেআইনি বহুতল। বেঘোরে প্রাণ যায় ১৩ জনের। অভিযোগ ওঠে জলাজমি ভরাট করে এই বেআইনি নির্মাণ করা হচ্ছিল। 

এতদিন কলকাতা পুরসভার এক থেকে একশো নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার সঙ্গে সার্ভে রিপোর্টও জমা দিতে হত। অ্যাডেড এরিয়ার জন্য তা দিতে হত না। এখন থেকে সব ওয়ার্ডের ক্ষেত্রেই সার্ভে রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হল। তবে লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ার বা LBS-রা বলছেন, অ্যাডেড এরিয়ার ডিজিটাল সার্ভে রিপোর্ট নেই কলকাতা পুরসভার কাছে।  



Source link