গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভাঁটার সময় জলস্তর কমলেই বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। তখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ছাড়া উপায় নেই। মহিলা, শিশু, বয়স্ক, এমনকী রোগীদেরও রেহাই নেই। এবার কি ভোগান্তি থেকে মুক্তি পাবেন সাগরদ্বীপের বাসিন্দারা? গঙ্গাসাগরে সেতু তৈরির জন্য রাজ্য বাজেটে বরাদ্দ ঘোষণা হতেই আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দা থেকে পুণ্যার্থীরা।
মুড়িগঙ্গা নদীর উপর একটা ব্রিজ, সাগরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেই ব্রিজ তৈরির জন্যই রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সাগরদ্বীপ এলাকায় ২ লক্ষেরও বেশি মানুষের বাস। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিল মুনির আশ্রমে দর্শনার্থীদের ভিড় হয়। অথচ মুড়িগঙ্গা পারাপারের মাধ্যম এখনও সেই ভেসেলই। জোয়ার-ভাটার কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। তবে সেতু তৈরি হলে সেই সমস্যা একধাক্কায় অনেকটা লাঘব হবে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশি পুণ্যার্থীরা। পুণ্যার্থী প্রশান্ত দাস, “আমাদের যাওয়া আসার অসুবিধা হয়। এই যে বসে থাকি ভেসেলের জন্য। কখন জোয়ার হবে, তখন আমরা যাব এবং আমাদের ব্রিজ হলে খুবই সুবিধা হয়। প্রত্যেকটা মানুষের সুবিধা হয়।”
প্রশাসন সূত্রে খবর, লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে ৪ লেনের এই সেতু হবে। এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ৩ কিলোমিটার। প্রশাসন সূত্রে খবর, অত্যাধুনিক এই ব্রিজ তৈরি করতে সময় লাগবে প্রায় চার বছর। কচুবেড়িয়া জেটি ঘাটের ওপর দিয়ে সেতু সোজা যাবে কাকদ্বীপের আশ্রম মোড়। গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান নিমাই মহারাজ বলেন, ” গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা বিচ্ছিন্ন ছিল। এখানে প্রতি বছর লোক বাড়ছে। মেলার সময় এক কোটি লোক ছাড়াচ্ছে। অসুবিধা হচ্ছে। আশা রাখলাম, ভবিষ্যতে মানুষ নিত্যনৈমিত্তিক গঙ্গাসাগরে আসতে পারবে।”
ভোগান্তির ছবিটা কি এবার বদলাবে? সেতু-সমস্যা সমাধান? আশার আলো দেখছেন স্থানীয়রা। এক বাসিন্দা মণিকা দাস বলেন, “এমনকী ডাক্তার-পত্র, সবকিছু আমাদের কাকদ্বীপেই দেখাতে হয়। তখন আমরা অসুবিধায়… যখন একটা রোগী কিংবা একটা প্রসূতি মাকে নিয়ে যাওয়ার সময় আমরা খুব হ্যাপা পোহাই। কারণ নদীতে জল না থাকলে বোটও আসতে চায় না। খুবই সমস্যার মধ্যে আমাদের দিন কাটানো হচ্ছে। তো এটা যদি… ব্রিজ যদি হয়ে যায় আমাদের এদিক থেকে অনেকটা সুবিধা হবে।
আরও পড়ুন: Kolkata Metro: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, আজ থেকে দু’দফায় বন্ধ মেট্রো পরিষেবা
আরও দেখুন
+ There are no comments
Add yours