# Tags
#Blog

Ration Allocation Change: রেশনের বরাদ্দে এল বড় বদল! জেনে নিন, এবার থেকে কতটা করে চাল এবং গম মিলবে…

Ration Allocation Change: রেশনের বরাদ্দে এল বড় বদল! জেনে নিন, এবার থেকে কতটা করে চাল এবং গম মিলবে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বদলে গেল রেশন কার্ডে বরাদ্দের নিয়ম। রেশনে প্রাপ্ত চাল ও গমের পরিমাণে এল বদল। ১ নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। গরিব মানুষদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন জোগানোর জন্যই রেশনের উদ্যোগ সরকারের। দেশের একটা বড় সংখ্যক মানুষ রেশনের উপরই নির্ভরশীল। 

আরও পড়ুন: Digital Condom: যৌন-গোপনীয়তা রক্ষা করবে, যৌনতার সময়ে থামিয়ে দেবে আপনার চারপাশে ঘটা অবাঞ্ছিত ব্যাপারস্যাপার…

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে এবার বদল আনা হচ্ছে। এবার থেকে রেশনে কম চাল পাওয়া যাবে। বরং বরাদ্দ বাড়ছে গমের। ১ নভেম্বর থেকেই সমস্ত রেশন দোকানে এই নিয়ম চালু করতে বলা হয়েছে। এবং তা চালু হয়েও গিয়েছে।

কত কেজি চাল পাওয়া যাবে রেশনে?

আগে রেশন কার্ডে তিন কেজি চাল পাওয়া যেত। গম পাওয়া যেত দুই কেজি। তবে এই মাস থেকেই তিন কেজির বদলে রেশনে আড়াই কেজি চাল পাওয়া যাবে। বরং বরাদ্দ বেড়েছে গমের। এবার থেকে দুই কেজির বদলে আড়াই কেজি গম পাওয়া যাবে। রেশনে চাল ও গমের পরিমাণ সমান করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

অন্ত্যোদয় কার্ডেও বরাদ্দে বদল

রেশনের একটা অন্ত্যোদয় কার্ড হয়। যেখানে ৩৫ কেজি পর্যন্ত খাদ্যশস্য পাওয়া যায়। এবার সেই কার্ডের নিয়মেও আসছে পরিবর্তন। এবার থেকে এই কার্ড হোল্ডাররা মাসে ১৮ কেজি চাল ও ১৭ কেজি গম পাবেন। আগে ৩০ কেজি চাল ও ১৪ কেজি গম দেওয়া হত তাঁদের।

এক মাস আগেই কেন্দ্রের তরফে ৯ রাজ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে চাল ও গমের বরাদ্দে বদল আনা হয়েছিল। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে চালের পাশাপাশি গম দেওয়ার কথাও ঘোষণা করা হয়।

আরও পড়ুন: Jagaddhatri Puja 2024: জেনে নিন জগদ্ধাত্রীপুজোর দিন-তিথি; কবে অষ্টমী, কবে দশমী এবার?

গরিব মানুষের সামাজিক ক্ষমতায়নের একটি ধাপ এই রেশন ব্যবস্থা। এর মাধ্যমে বহু পরিবার বেঁচে থাকার রসদ খুঁজে পান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal