NOW READING:
Air Hostess Assaulted: ‘সিটবেল্ট বাঁধব না’, আপত্তি করায় মেরে এয়ারহোস্টেসের নাক ফাটিয়ে দিল প্রভাবশালীর কন্যা
March 20, 2025

Air Hostess Assaulted: ‘সিটবেল্ট বাঁধব না’, আপত্তি করায় মেরে এয়ারহোস্টেসের নাক ফাটিয়ে দিল প্রভাবশালীর কন্যা

Air Hostess Assaulted: ‘সিটবেল্ট বাঁধব না’, আপত্তি করায় মেরে এয়ারহোস্টেসের নাক ফাটিয়ে দিল প্রভাবশালীর কন্যা
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোয়েটা বিমানবন্দরে ভয়ংকর ঘটনা। এক বিমানসেবিকাকে মেরে তার দাঁত ভেঙে দিলেন কোয়েটার প্রাক্তন কমিশনার ইফতিখার আহমেদের মেয়ে। এমনকি ওই বিমানসেবিকার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিমানসেবিকার রক্তাক্ত নাকের ছবি সেশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ওই হমলার ভিডিয়োও সামনে এসেছে।

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ইফতিখার আহমেদ ও তাঁর মেয়ে সাইমা যোগেজাই সিরিন এয়ারের বিমানে ইসলামাবাদ যাচ্ছিলেন। প্রত্যদর্শীদের দাবি তারা দুজনেই মত্ত ছিলেন। বিমানে উঠে কর্মীদের সঙ্গে দুর্বব্যবহার করতে থাকেন। বিমানেও ওঠার আগেও তারা অভব্য় আচরণ করেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আরও পড়ুন-তাজমহলের মতো বিশাল, ১০০ পরমাণু বোমার ক্ষমতাসম্পন্ন গ্রহাণু! ২৬ মার্চ বড় চ্যালেঞ্জের মুখে পৃথিবী?

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিমানে ওঠার পর ইফতিখারের মেয়ে সাইমাকে তাঁর সিটবেল্ট বেঁধে নিতে বলেন বিমানসেবিকা। সেই কথা শুনেই বিমান কর্মীদের প্রবল গালিগালাজ করেতে থাকেন সাইমা। বিমানে প্রবল গন্ডগোল হচ্ছে দেখে পাইলট উড়ান রুখে দেন ও ওই দুজনকে বিমান থেকে নামাতে নিরাপত্তা কর্মীদের ডাকেন। এরপরই সাইমা ওই এয়ারহোস্টেসের মুখে ঘুঁসি মারেন। সেই ঘুঁসিতে বিমানসেবিকার নাক ফেটে যায়, পড়ে যায় একটি দাঁত।

আরও পড়ুন-প্রেসিডেন্সির মেধাবী ছাত্র! নিউটাউনের ৬ তলা অফিস থেকে পড়ে ‘রহস্যমৃত্যু’ সচ্ছ্বল-সফল IT কর্মীর…

ওই ঘটনার সাইমা ও তার বাবাকে গ্রেফতার করে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।  তবে তার পরেই বালোচিস্তান সরকারের পক্ষ থেকে বিমানবন্দর কত্ৃপক্ষের উপরে তাদের ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এর পরই কোয়েটার কমিশনার বিমানবন্দের এসে হাজির হন ও গোটা বিষয়টি মিটিয়ে নিতে বলেন।  এনিয়ে সোশ্য়াল মিডিয়ায় প্রবল হইচই শুরু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link