<p><strong>সনৎ ঝা, দার্জিলিং:</strong> তিনি ভারতের প্রাক্তন সেনা। নাম উর্গেন তামাং। কালিম্পংয়ের বাসিন্দা। অবসরের পর রাশিয়ায় নিরাপত্তারক্ষীর কাজে নিজেকে নিযুক্ত করতে চেয়েছিলেন। কথা তেমনটাই হয়েছিল। আর সেই পরিকল্পনা থেকেই দিল্লির এক এজেন্টের সঙ্গে তাঁর যোগাযোগ হয়৷ মোটা বেতনের চাকরির অফার পেয়ে রাশিয়া পাড়ি দেন উর্গেন। রাশিয়া পৌঁছতেই তাঁকে, ভাড়াটে সৈন্য হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানো হয়। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি ! সে দেশেই আটকে পড়েন তিনি। তারপর অনেক জল বয়ে গিয়েছে। বহু প্রতিক্ষার পর, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে অবশেষে নিরাপদে বাড়ি ফিরলেন রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে পড়া কালিম্পঙের বাসিন্দা উর্গেন তামাং। </p>
<p><strong> বহু প্রতিক্ষার পর, অবশেষে বাড়ি ফিরলেন কালিম্পঙের উর্গেন</strong></p>
<p>শনিবার সকালে কালিম্পংয়ের বাসিন্দা উর্গেন তামাং বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। বিমানবন্দরে উর্গেনকে স্বাগত জানায় কালিম্পং পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রবি প্রধান-সহ গোটা পরিবার। বিমানবন্দরে স্ত্রী অম্বিকা ও দুই শিশুকে দেখে উচ্ছ্বসিত উর্গেন তামাং। বিমানবন্দরে নেমে পরিবারকে দেখে কান্নায় ভেঙে পড়েন প্রত্যেকেই। উর্গেন কালিম্পং পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ সেনাবাহিনী থেকে তিনি অবসরের পর গুজরাতে কর্মরত ছিলেন ৷ সেখান থেকেই দিল্লির এজেন্টের সঙ্গে তাঁর যোগাযোগ হয় ৷ তারপর তিনি বাড়ি আসেন এবং দিল্লির দিকে রওনা দেন ৷ এর জন্য এজেন্টকে ছ’লাখ টাকাও দিয়েছিলেন তিনি ৷</p>
<p><strong>ঠিক কী হয়েছিল উর্গেনের সঙ্গে ?</strong></p>
<p>গত ১৮ জানুয়ারি রাশিয়ায় যান উর্গেন। সেখানে নিরাপত্তা রক্ষীর কাজ দেওয়ার কথা থাকলেও, তাঁকে কিছু নথিপত্রে সই করিয়ে প্রথমে মস্কোতে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামানো হয় তাঁকে । গত ২৬ মার্চ ভিডিও বার্তায় নিজের আটকে পড়ার কথা জানান উর্গেন৷ তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি। তারপরেই পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার।</p>
<p>আরও পড়ুন, <a title="অনুব্রত জামিন পেতেই ‘বাঘের’ সঙ্গে তুলনা, ফিরহাদ বললেন.." href="https://bengali.abplive.com/district/firhad-hakim-on-anubrata-mondal-getting-bell-on-cattle-scam-and-tmc-leader-attacks-bjp-congress-cpm-1096629" target="_self">অনুব্রত জামিন পেতেই ‘বাঘের’ সঙ্গে তুলনা, ফিরহাদ বললেন..</a></p>
<p><strong>কী বলছেন উর্গেন তামাং ?</strong></p>
<p>এদিন দেশে পৌঁছে উর্গেন তামাং বলেন, এটা অনেক আনন্দের সময়। তিনি জানিয়েছেন একটা দীর্ঘ সময়ে তিনি আটকে গিয়েছিলেন সে দেশে। তিনি প্রাক্তন সেনা হওয়া সত্বেও প্রতারণার জালে ফেঁসে গিয়েছিলেন। তবে শেষ অবধি মাননীয় প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর পদক্ষেপে তিনি দেশে ফিরতে পারলেন। আনন্দে আবেগপ্লুত উর্গেনের স্ত্রীও। তিনি, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এতদিন যে কীভাবে কেটেছে তা শুধুই তিনি জানেন ! তবে এই মুহূর্তে প্রিয় জনকে ফিরে পেয়ে খুবই খুশি তামাং পরিবার।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1727001999553000&usg=AOvVaw2Zxk84hPWshdcBrrt6Cl7x">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link
রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে ৮ মাস ! অবশেষে বাড়ি ফিরলেন কালিম্পঙের উর্গেন
Read Time:5 Minute, 47 Second