জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তাঁর সঙ্গেই বাংলাদেশ ছেড়েছেন দেশের একাধিক নেতা-মন্ত্রী। বাংলাদেশে সরকার বদলের পর বহুদিন বেপাত্তা দেশের তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁকে শেষপর্যন্ত দেখা গেল কলকাতায়।
আরও পড়ুন-মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, টিউশন যাওয়ার পথে স্কুলছাত্রকে পিষে দিল জেসিবি
বাংলাদেশের এক বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছেন আসাদুজ্জামান খান কামাল। নিউ টাউনের ইকোপার্কে তাঁকে আড্ডা দিতে দেখা গিয়েছে আওয়ামী লিগের বেশ কয়েকজন নেতার সঙ্গে। ইকো পার্কে সন্ধেয় দেখা গিয়েছে তাঁদের।
ওই বেসরকারি টিভি জানিয়েছে, প্রাক্তন মন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ বেশ কয়েকজন। এ সময় আসাদুজ্জামান খানের মুখে সাদা দাড়ি দেখা যায়। পরে পার্কে কিছু বাংলাদেশি জড়ো হয়ে যাওয়ায় তারা দ্রুত সরে পড়েন। এ ছাড়া কিছু অপরিচিত লোকজন ভিডিও করতে বাধা দিচ্ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট জনরোষে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পালিয়ে বিদেশ যেতে পারলেও অধিকাংশই গা ঢাকা দিয়েছেন। অনেক নেতা গ্রেপ্তারও হয়েছেন। পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)