NOW READING:
মরশুম শুরুর আগেই দলের প্রাক্তন তারকাকে ফেরানো হল দিল্লি শিবিরে
February 27, 2025

মরশুম শুরুর আগেই দলের প্রাক্তন তারকাকে ফেরানো হল দিল্লি শিবিরে

মরশুম শুরুর আগেই দলের প্রাক্তন তারকাকে ফেরানো হল দিল্লি শিবিরে
Listen to this article


নয়াদিল্লি: দিল্লি শিবিরে যোগ দিলেন কেভিন পিটারসন (Kevin Pietersen)। এই দলের জার্সিতেই আইপিএলে খেলেছেন উদ্বোধনী বছরগুলোতে। এবার ফের একবার দলের সঙ্গে যোগ দিলেন তিনি। তবে দায়িত্ব বদলে গিয়েছে। এবার মেন্টর হিসেবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন প্রাক্তন ইংল্যান্ড তারকা ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের তরফে বিবৃতি দিয়ে সেই খবর জানানো হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের হেডকোচ হেমাঙ্গ বাদানির সঙ্গে কাজ করবেন পিটারসন। রিকি পন্টিং গত মরশুম পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন দিল্লির। কিন্তু ফল একেবারেই ভাল হয়নি। যার সুবাদে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। পন্টিং নতুন মরশুমে পাঞ্জাব কিংসের কোচ হিসেবে ডাগ আউটে বসবেন। তাঁর পরিবর্তেই বাদানিকে হেডকোচ করে আনা হয়। নিলাম পর্ব থেকে দুর্দান্ত কিছু প্লেয়ার তুলে নিয়েছিলেন বাদানি।

পিটারসনের নিযুক্তি ছাড়াও ম্য়াথু পটকে সহাকীর কোচ হিসেবে নিযুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। এর আগে কলকাতা নাইট রাইডার্সে দায়িত্ব সামলেছিলেন। বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে সাদা বলের ফর্ম্যাটেও দায়িত্ব সামলাচ্ছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইংল্য়ান্ড দলের মুখ্য কোচের দায়িত্বে ছিলেন পট।

এদিকে, আইপিএল শুরুর আগেই ফের খবরে মহেন্দ্র সিংহ ধোনি। দীর্ঘদিন হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। এ মরশুমে সেই সুবাদেই তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। মাহি বর্তমানে আইপিএল বাদে আর কোনওরম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না। নিজের ফিটনেস ধরে রাখার জন্য ধোনি ইতিমধ্যেই রাঁচিতে অনুশীলন করা শুরু করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। প্রতিবারের মতো এবারেও হলুদ ব্রিগডের প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে তাঁকে দেখা যাবে বলেই ধারণা।

তবে মরশুম শুরুর আগে চোটআঘাতে জর্জরিত, চল্লিশোর্ধ্ব ধোনি নাকি নিজের ব্যাটের ওজন কমাতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা আইপিএলের সফলতম অধিনায়ক এ মরশুমের জন্য নিজের ব্যাটের ওজন অন্তত ১০ থেকে ২০ গ্রাম কমাচ্ছেন। অতীতে নিজের সেরা সময়ে ধোনি অত্যন্ত ভারী ব্যাটের ব্যবহার করতেন। তবে তার ওজন এবার কমতে চলেছে। এক সূত্র দাবি করেছেন ধোনিকে এ বারের আইপিএল মরশুমের জন্য মেরঠ থেকে যে ব্যাট সরবরাহ করা হচ্ছে তার ওজন ১২৩০ গ্রাম রাখা হয়েছে। এবার দেখার হালকা ব্যাটে মাহি প্রতিপক্ষের ওপর ভারী প্রহার করতে পারেন কি না।

আরও দেখুন



Source link