NOW READING:
WATCH | Vinod Kambli: হাসপাতালেই ‘চাক দে ইন্ডিয়া’ কাম্বলির! বছর শেষে ফেস্টিভ মুডে হাসপাতালে নার্সের সঙ্গে
December 31, 2024

WATCH | Vinod Kambli: হাসপাতালেই ‘চাক দে ইন্ডিয়া’ কাম্বলির! বছর শেষে ফেস্টিভ মুডে হাসপাতালে নার্সের সঙ্গে

WATCH | Vinod Kambli: হাসপাতালেই ‘চাক দে ইন্ডিয়া’ কাম্বলির! বছর শেষে ফেস্টিভ মুডে হাসপাতালে নার্সের সঙ্গে
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বারবার খবরে আসছেন নয়ের দশকের ভারতীয় ক্রিকেটের স্টার বিনোদ কাম্বলি (Vinod Kambli)। নেটপাড়ায় একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, দেখা গিয়েছে কাম্বলির শরীরে একেবারে ভেঙে গিয়েছে। চারজনের কাঁধে ভর করে হাঁটতে হচ্ছে তাঁকে। কখনও আবার দেখা গিয়েছে যে, ঠিক ভাবে দাঁড়াতেও পারছেন না তিরি। ফের একবার খবরে কাম্বলি। সংকটজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল তাঁকে।

থানের আক্রতি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কাম্বলিকে। ৫২ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটারের মস্তিকে রক্ত জমাট বেঁধেছিল। এরসঙ্গেই জুড়েছে মূত্রনালীর সংক্রমণ অর্থাত্‍ ইউরিনারি ট্র্য়াকট ইনফেকশন বা ইউটিআই। পাশাপাশি তাঁকে ভোগাচ্ছে হাইপোটেনশন (লো প্রেসার) হাইপোক্যালেমিয়া (রক্তে পটাসিয়ামের মাত্রা কমে যাওয়া)। হাইপোক্যালেমিয়ার ফলে কাম্বলির পেশিতে টান ধরছে এবং তিনি দুর্বল বোধ করছেন।  কাম্বলি অতীতে দু’বার হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন কাম্বলি। ২০১৩ সালে তাঁর দু’টি অস্ত্রোপচারও হয়েছিল।   

আরও পড়ুন: Rohit Sharma: ভারতীয় ক্রিকেট অধিনায়কের অবসর! মাঠে আবার ফিরবেন কবে…

ডাক্তার বিবেক ত্রিবেদীর টিমের পর্যবেক্ষণে রয়েছেন কাম্বলি। চিকিৎসকেরা বলেছিলেন ২৪ ঘণ্টা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হবে তাঁকে। কিন্তু সেই সমস্ত ভয় কাটিয়ে বাঁহাতি ব্যাটার এখন অনেকটা সুস্থ। নেটপাড়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানেই দেখা যাচ্ছে কাম্বলি বলিউডের অন্যতম পরিচিত গানে উত্তাল নাচছেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন হাসপাতালের এক নার্স এবং কিছু কর্মীও।       

কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয় কাম্বলিকে। তাঁর চিকিৎসক বিবেক দ্বিবেদী বলেন, “কাম্বলিকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তখন তাঁর শরীরে পুষ্টির অভাব ছিল। আগামী দিনে তাঁর পুষ্টি প্রয়োজন, সেই সঙ্গে দরকার ফিজিয়োথেরাপি। এই দু’টি দিকে নজর রাখা হচ্ছে। তাঁর স্মৃতিশক্তির ক্ষয় হয়েছে। কাম্বলির মস্তিষ্কে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে। ১০০ শতাংশ না হলেও ৮০-৯০ শতাংশ স্মৃতিশক্তি ফিরে পাবেন তিনি।”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link