মুম্বই: ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতিতে একটি এক্স পোস্ট করে বিতর্কের জন্ম দিলেন অম্বাতি রায়াডু। আইপিএলে কমেন্ট্রির দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। পঞ্জাব বনাম দিল্লি ম্য়াচ বৃহস্পতিবার বাতিল হওয়ার পর নিজের সোশ্য়াল মিডিয়ায় রায়াডু এক্স পোস্টে লিখেছিলেন, ”চোখের বদলে চোখ পৃথিবীকে অন্ধ করে দেয়”। আর এই পোস্টের সঙ্গে একটি ইমোজিও পোস্ট করেছেন। যা নিয়েই বিতর্ক শুরু হয়েছে।
পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয়র মৃত্যু হয়েছিল। এরপরই পাল্টা পাকিস্তানে আক্রমণ করেছে ভারত। দু দেশের মধ্যে অশান্তির আবহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
The other option here is losing both our eyes. Only you can support it so that you can’t see someone else going to the world cup instead of you.
— Sagar (@sagarcasm) May 8, 2025
বিতর্ক বারবার করেই অম্বাতি রায়াডুকে পিছু ধরেছে। কিছুদিন আগে ধোনিকে নিয়ে একটি মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন। এবার ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে ‘শান্তি’র বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন। যদিও বিতর্কের আন্দাজ পেয়ে পরে পোস্টটির ব্যাখা করে রায়াডু লেখেন, ”চোখের বদলে চোখ পুরো বিশ্বকে অন্ধ করে দেয়। মনে রাখবেন, এটি দুর্বলতা নয়, বরং প্রতীজ্ঞার স্মারক। ন্যায়বিচারকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, কিন্তু কখনও মানবতাকে ভুলে যাওয়া উচিত নয়।”
Mr. Ambati Rayudu,
“An eye for an eye makes the whole world blind,” you say. But tell me—what will you do when someone gouges out both your eyes? And then comes for your wife’s, your mother’s, your father’s, and your children’s eyes?
Will you still sit back and post feel-good…
— Anupam K. Singh (@anupamnawada) May 8, 2025
traitor ex-Indian cricketer @RayuduAmbati
గుదా నోరు ముస్కోని పాకిస్థాన్కి ధెంగై
— Advocate Neelam Bhargava Ram (@nbramllb) May 8, 2025
এদিকে, ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল স্থগিত হয়ে গেল। গতকাল দিল্লি বনাম পঞ্জাব ম্য়াচ বাতিল হওয়ার পরই আভাস পাওয়া গিয়েছিল যে দেশের এই পরিস্থিতিতে আইপিএল হয়ত আর আয়োজন করা হবে না আপাতত। ঠিক সেটাই হল। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বরে বাকি ম্য়াচগুলো আয়োজিত করা হতে পারে।
আরও পড়ুন: ভারত-পাক অশান্তি, যুদ্ধের আবহে দেশে ফিরতে মরিয়া আইপিএলের বিদেশি প্লেয়াররা
আরও দেখুন