NOW READING:
‘শান্তি’র বার্তা দিয়ে এক্স পোস্ট করেই বিতর্কে জড়ালেন আম্বাতি রায়াডু
May 9, 2025

‘শান্তি’র বার্তা দিয়ে এক্স পোস্ট করেই বিতর্কে জড়ালেন আম্বাতি রায়াডু

‘শান্তি’র বার্তা দিয়ে এক্স পোস্ট করেই বিতর্কে জড়ালেন আম্বাতি রায়াডু
Listen to this article


মুম্বই: ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতিতে একটি এক্স পোস্ট করে বিতর্কের জন্ম দিলেন অম্বাতি রায়াডু। আইপিএলে কমেন্ট্রির দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। পঞ্জাব বনাম দিল্লি ম্য়াচ বৃহস্পতিবার বাতিল হওয়ার পর নিজের সোশ্য়াল মিডিয়ায় রায়াডু এক্স পোস্টে লিখেছিলেন, ”চোখের বদলে চোখ পৃথিবীকে অন্ধ করে দেয়”। আর এই পোস্টের সঙ্গে একটি ইমোজিও পোস্ট করেছেন। যা নিয়েই বিতর্ক শুরু হয়েছে।

পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয়র মৃত্যু হয়েছিল। এরপরই পাল্টা পাকিস্তানে আক্রমণ করেছে ভারত। দু দেশের মধ্যে অশান্তির আবহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 

 

বিতর্ক বারবার করেই অম্বাতি রায়াডুকে পিছু ধরেছে। কিছুদিন আগে ধোনিকে নিয়ে একটি মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন। এবার ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে ‘শান্তি’র বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন। যদিও বিতর্কের আন্দাজ পেয়ে পরে পোস্টটির ব্যাখা করে রায়াডু লেখেন, ”চোখের বদলে চোখ পুরো বিশ্বকে অন্ধ করে দেয়। মনে রাখবেন, এটি দুর্বলতা নয়, বরং প্রতীজ্ঞার স্মারক। ন্যায়বিচারকে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে, কিন্তু কখনও মানবতাকে ভুলে যাওয়া উচিত নয়।”

 

 

আরও দেখুন





Source link