সুখবর, রাজ্যের এই অভয়ারণ্যের টিকিট তুলে দিল বন দফতর !
প্রদ্যোৎ সরকার, নদিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) উত্তরবঙ্গে প্রশাসনিক মিটিংয়ে বন দফতরের বিভিন্ন টুরিস্ট স্পটে টিকিট নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন। তারপরেই নড়ে চড়ে বসল বন দফতর (Forest Department)।
বেথুয়াডহরি অভয়ারণ্যে পর্যটকদের ১০০ টাকা টিকিট কেটে ঢুকতে হত। এই অভয়ারণ্যে রাজ্য তথা জেলা বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে। তবে তাঁদের ক্ষোভ ছিল টিকিটের মূল্য নিয়ে। এও নজরে এসেছে, পরিবারের অনেক সদস্য একসঙ্গে এলে টিকিটের কারণে অভয়অরণ্য না ঘুরেই ফিরে যেতেন। তবে ২৪ জানুয়ারি থেকে বেথুয়াডহরি অভয়ারণ্যের টিকিট তুলে দিল বন দফতর। এদিন অভয় অরণ্যের সামনে নোটিশ দিয়ে এই ঘোষণা করেন অভয়ারণ্য কর্তৃপক্ষ। অভয়ারণ্যে টিকিট তুলে দেওয়াই ঘুরতে আসা পর্যটকদের অনেকেই খুশি। অনেকে আবার বলছেন, অল্প পরিমাণ টিকিট নিয়ে অভয়ারণ্যটা পর্যটকদের জন্য আরও সুন্দর করে করলে ভালো হয়।
অপরদিকে, ফি বছর শীতে পরিযায়ী পাখির কলতানে ভরে ওঠে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিল। হাজার হাজার পরিযায়ী পাখি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জড়ো হয় সাঁতরাগাছি ঝিলে। কিন্তু এবার শীত পড়লেও এখনও সেভাবে পরিযায়ী পাখির দেখা নেই হাওড়ার সাঁতরাগাছি ঝিলে। ফলে পাখি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পক্ষী প্রেমিকরা।রাজ্য সরকারের বন দফতর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট তৈরি দ্বীপে পাখিরা বসত গড়ত। নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে হাজার হাজার পরিযায়ী পাখি হিমালয়ের পাদদেশ, মানস সরোবর এমনকি সাইবেরিয়া থেকেও পাখিরা এখানে খাবারের সন্ধানে চলে আসত।
কেন পাখির দেখা নেই ? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এবারে শীত দেরিতে এসেছে। তবে প্রতিবছর দুর্গাপুজোর পরেই ঝিল পরিষ্কারের কাজে হাত দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট দ্বীপ তৈরি করে দেওয়া হয়। এছাড়া ঝিলের অতিরিক্ত কচুরিপানা তুলে নিয়ে পাখিদের চড়ে বেড়ানোর জায়গা করে দেওয়া হয়। সেই কাজটাই এবারে না হওয়ায় পাখিরা কার্যত মুখ ফিরিয়েছে। আবার বিভিন্ন নর্দমার জল ঝিলে মিশে যাওয়ার ফলে জলের দূষণমাত্রা বেড়ে গেছে। এতে পাখিদের খাবারের সংকট দেখা দিয়েছে। ঝিলের চারপাশে বহুতল বাড়ি নির্মাণ এবং ট্রেনের যাতায়াতের শব্দে অতিষ্ঠ পাখিরা আর এখানে বসতে চাইছে না।
আরও পড়ুন, প্রজাতন্ত্র দিবসে কোন রাস্তাগুলি বন্ধ থাকবে ? ২৬ জানুয়ারির আগে জেনে নিন ট্রাফিক নির্দেশিকা
তবে দেরিতে হলেও নড়েচড়ে বসেছে রাজ্য সরকারের বায়োডাইভারসিটি বোর্ড। গত কয়েক বছরের মতো তারা ঝিল পরিষ্কারের দায়িত্ব দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা নেচার মেটস নেচার ক্লাবকে। দিন দুয়েক হল ওই সংস্থা কচুরিপানা সরানোর কাজ শুরু করেছে।
আরও দেখুন