NOW READING:
‘ফিরহাদকে জেলে পাঠানো হোক..’, দেখুন সেই ভিডিও !
December 16, 2024

‘ফিরহাদকে জেলে পাঠানো হোক..’, দেখুন সেই ভিডিও !

‘ফিরহাদকে জেলে পাঠানো হোক..’, দেখুন সেই ভিডিও !
Listen to this article



<p>সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এবার তীব্র আক্রমণ শানিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (BJP Leader Rudranil Ghosh)। রুদ্রনীল ঘোষ বলেন, ইসলামের স্লোগান দিয়ে, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষদের ইসালামিকরণের প্রোবক্তা, খিদিরপুরকে মিনি পাকিস্তান বলা এই ববি হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে উগ্র মুসলিম মৌলবাদ লুকিয়ে রয়েছে। এরপরেই তিনি শাসকদলের শীর্ষ নের্তৃত্বের কয়েকজনের বক্তব্য ফোকাসে আনেন। রুদ্রনীল&nbsp; বলেন, আমরা যদি ধারাবাহিকতা বজায় রেখে তাঁকাই, হুমায়ুন কবিরের -হিন্দুদের কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেবো, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর -হাম দো , হামারে চার, জনসংখ্যা বাড়ানো এবং তারপর ববি হাকিমের -সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ হবে।… পুলিশমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) হয়ে ক্রাইম এবং ক্রিমিন্যালকে লোকাবার চেষ্টা করছেন। তিনি চুপ করে থাকছেন। এই ধরণের অর্বাচীনকে ঘাড় ধরে, তাঁদের জেলখানায় পাঠানোর বন্দবস্ত করা উচিত। এযেনও বাংলাদেশের জামাতের নির্দেশে চলা, ডক্টর মহম্মদ ইউনূসের অঙ্কেরই ছায়া এখানে দেখা যাচ্ছে।'</p>



Source link