Chattagram Fire: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কর্ণফুলী মার্কেট
সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, চট্টগ্রাম: বিধ্বংসী আগুনে ভষ্মীভূত বাংলাদেশের চট্টগ্রামে দুই নম্বর গেট এলাকার একটি কাঁচাবাজারে মার্কেট। মঙ্গলবার রাত ১০ টা ১০ মিনিট নাগাদ বাজারটিতে আগুন লেগে যায়। মার্কেটির নাম কর্ণফুলী সুপার মার্কেট। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক।
আরও পড়ুন-সুপ্রিমো মমতাকে বিস্ফোরক ‘রিপোর্ট’ অভিষেকের, গোষ্ঠীদ্বন্দ্বে হাতছাড়া ৩ কেন্দ্র!
আব্দুল মালেক বলেন, কর্ণফুলী মার্কেটে আগুনে বেশকিছু দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামিসহ দুটি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
উল্লেখ্য, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল বলে জানান স্থানীয়রা। বাংলাদেশের ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে বায়েজিদ স্টেশনের পাঁচটি ইঞ্জিন কাজ করে। বাংলাদেশের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)