জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মহিলা চিকিত্সক ও তার দুই সন্তান তার শ্বশুর-শাশুড়িকে বেধড়ক মারধর করছে। ক্যান্সার রোগী শাশুড়ির মঙ্গলসূত্র ধরে টানাটানি করেছে। সন্তানরা দিদা-দাদুকে লাথি মারছে। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই মহিলা ডাক্তারের বিরুদ্ধে পুলিসে এফআইআর হয়েছে। ভিডিয়ো দেখে রেগে আগুন নেটপাড়া।
আরও পড়ুন-ডান হাতে বিশাল ক্ষত, দরজা দিয়ে ঢুকে ওষুধের দোকানের টেবিলে এসে বসল হনুমান…
কর্ণাটক পোর্টফোলিয় নামে একটি এক্স হ্যান্ডেলে ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে মহিলা চিকিত্সকের বিরুদ্ধে অভিযোগ তাঁর নাম প্রিয়দর্শীনি এন। বর্তমানে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া গর্ভমেন্ট হাসপাতালে কর্মরত। শ্বশুরবাড়ির সঙ্গে প্রিয়দর্শিনীর সমস্যা আগে থেকেই চলছিল। আদালতের নির্দেশ ছিল তিনি কখনওই শ্বশুর-শাশুড়ির বাড়িতে যেতে পারবেন না। সেই নির্দেশ উপেক্ষা করে তিনি শ্বশুরবাড়িতে যান ও বৃদ্ধ-বৃদ্ধাকে বেধড়ক মারধর করেন।
অভিযোগ, প্রায় এক দশক ধরে ওই মহিলা চিকিত্সক শ্বশুর-শাশুড়ির উপরে অত্যাচার করছিলেন। ফলে আলাদা ফ্লাট ভাড়া করে থাকছিলেন বৃদ্ধ দম্পতি। পাশাপাশি আদালতের নির্দেশ ছিল প্রিয়দর্শিনী কখনওই শ্বশুর-শাশুড়ির কাছে যেতে পারবেন না।
It is deeply disturbing to see elderly parents suffering abuse at the hands of their daughters-in-law. One such horrifying case involves Dr. Priyadarshini N, a doctor at Victoria Government Hospital, who harassed her in-laws for over a decade. Her mistreatment forced them to… pic.twitter.com/FPh2IpmHq9
— Karnataka Portfolio (@karnatakaportf) March 13, 2025
গত ১০ মার্চ প্রিয়দর্শীনি ও তার দুই সন্তান সন্ধে সাড়ে আটটা নাগাদ শ্বশুরের বাড়িতে যান। তাদের ঘর থেকে লবিতে বের করে আনেন। প্রিয়দর্শিনী শাশুড়ির মঙ্গলসূত্র ধরে টানাটানি করেন। তাদের ধাক্কা দেন, মারধর করেন। পাশাপাশি তার সন্তানরা শ্বশুরকে ধাক্কা মেরে ফেলে দেন। শ্বশুর-শাশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
নিগৃহীত বৃদ্ধ নরসিংহাপ্পা অভিযোগ করেছেন তাঁর ছেলে নবীন কুমারের সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয় প্রিয়দর্শীনির। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ডিভোর্সের মামলা চলছে। গত ১০ মার্চ প্রিয়দর্শীনি ও তার দুই সন্তান আমকাই তাদের বাড়িতে ঢুকে মারধর করে। এনিয়ে প্রিয়দর্শীনিকে তলব করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)