NOW READING:
Jadavpur: নারী দিবসে লজ্জা! মদ খেয়ে বাবাই তিনতলার ছাদে… মৃত্যুমুখে মেয়ে…
March 8, 2025

Jadavpur: নারী দিবসে লজ্জা! মদ খেয়ে বাবাই তিনতলার ছাদে… মৃত্যুমুখে মেয়ে…

Jadavpur: নারী দিবসে লজ্জা! মদ খেয়ে বাবাই তিনতলার ছাদে… মৃত্যুমুখে মেয়ে…
Listen to this article


পিয়ালী মিত্র: বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে নারীদিবস। তারই মাঝে কলকাতায় ফের নজিরবিহীন ঘটনা। শুনলে গা শিউড়ে ওঠে। কারোর কল্পনার বাইরে এই ঘটনা। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় নিজের মেয়ের সঙ্গে ভয়ংকর ঘটাল বাবা। নিজের ১৫ বছরের মেয়েকে তিনতলার ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ঘটনাটি ঘটে, শনিবার দুপুর ১.৩০ নাগাদ ঘটনাটি ঘটে। ইতোমধ্যেই যাদবপুর থানার হাতে গ্রেফতার অভিযুক্ত বাবা। অন্যদিকে বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাবা ক্যাটারিং এর কাজ করেন।

তবে হঠাত্‍ এক বাবা কী করে এই ভয়ংকর কাণ্ড ঘটাতে পারেন? উঠছে নানা প্রশ্ন। ঘটনার তদন্তে শিখা দাস নামে এক প্রতিবেশী জানিয়েছেন, তিনি হাসপাতালে আহত কিশোরীকে দেখতে গিয়েছিলেন। আহতের ডান পা প্লাস্টার এবং হাত ফোলা। সবচেয়ে ঘটনার মোড় ঘোড়ানো বিষয় হল, আহত গোপানাঙ্গে আঘাত আছে বলে তাঁকে জানিয়েছে হাসপাতালের নার্স। এছাড়াও তিনি দাবি করেছেন যে, কিছুদিন আগেই ওই কিশোরীর বাড়িতে পুলিস এসেছিল।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত মেয়েটির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে উপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে শরীরে একাধিক আঘাত রয়েছে তার। কোমরে আঘাত দুই পায়ে আঘাত, ঘাড়ে আঘাত রয়েছে তার।

অন্যদিকে, যে প্রতিবেশী অভিযোগ করেছেন তিনি জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মেয়েটি নিজেই জানায় যে তার বাবাই তাকে নিচে ফেলে দেয়। তার মা নেই। এর আগেও মেয়েটি বাবার হাত থেকে বাঁচতে পাশের বাড়ির ছাদে চলে যায়। ওই প্রতিবেশী আরও জানিয়েছেন যে, মাঝে মাঝেই ওই বাড়ি থেকে মেয়েটির চিত্‍কার শোনা যেত।

অভিযুক্ত বাবা জানিয়েছেন, সে এই কাজ করেনি। তিনি বলেন, ‘আমি ফেলিনি। বাড়িতে অন্য ছেলে নিয়ে এসেছিল মেয়ে। মেয়ে নিজেই ঝাঁপ দেয়।’ অন্য়দিকে, এক প্রতিবেশী জানান তাঁরা কোনওদিন দেখেননি যে বাড়িতে মেয়েটি কোনও পুরুষ বন্ধুদের নিয়ে আসত বলে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link