NOW READING:
Khushi Kapoor:’খুশির ব্রেসলেটে তোমার নাম স্পষ্ট’! ‘সিঙ্গল’ দাবি করায় বেদাঙ্গকে ধুয়ে দিল নেটপাড়া..
November 11, 2024

Khushi Kapoor:’খুশির ব্রেসলেটে তোমার নাম স্পষ্ট’! ‘সিঙ্গল’ দাবি করায় বেদাঙ্গকে ধুয়ে দিল নেটপাড়া..

Khushi Kapoor:’খুশির ব্রেসলেটে তোমার নাম স্পষ্ট’! ‘সিঙ্গল’ দাবি করায় বেদাঙ্গকে ধুয়ে দিল নেটপাড়া..
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীদেবী-র দুই কন্যাই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তা প্রকাশ পাচ্ছে নানান ভাবে। সম্প্রতি মালদ্বীপে ঘুরে এলেন খুশি কাপুর। সেই ভ্রমণের ছবি নেট পাড়ায় আসতেই খুশির হাতের ব্রেসলেটে দিকে নজর যায় নেটিজেনদের। ব্রেসলেটে খোদাই করা রয়েছে বেদাঙ্গের নাম । ছবিতে খুশিকে দেখা গিয়েছে লাল রঙের বিকিনিতে তাঁর হাতের রয়েছে সেই ব্রেসলেট, যে দিকেই বেশি নজর দিয়েছেন অনুসরণকারীরা। দেখে সাধারণ বিডসের মনে হলেও, জুম করলে বোঝা যাবে, সেখানে লেখা আছে বেদাঙ্গের নাম।  ব্রেসলেটে বেদাঙ্গের নাম দেখে নেটিজেনরা নিশ্চিত, দু’জনের প্রেমের রসায়ন ভালই জমে উঠেছে। 

এই বিষয়টি দেখেই বেদাঙ্গের ছবিতে মন্তব্য করা শুরু করেছেন নেটাগরিকেরা। বেদাঙ্গের ছবিতে তাঁরা লিখছেন, ‘খুশির ব্রেসলেটে আপনার নাম স্পষ্ট। এ বার অন্তত নিজেকে ‘সিঙ্গল’ বলা বন্ধ করুন।’  

আরও পড়ুন:  ঠিক যেন রূপকথা! হাঁটতেও পারতেন না, এবার ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ জিতলেন স্টিভ…

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে বেদাঙ্গের ছবি ‘জিগরা’। সেই ছবি মুক্তির সময়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি এখন প্রেম নিয়ে তেমন ভাবছি না। বর্তমানে কাজেই মন দিচ্ছি। ওটাই এখন আমার মূল লক্ষ্য।’ ব্যক্তিগত জীবন ও পেশাকে পরস্পরের থেকে আলাদা রাখতে চান বলেও জানিয়েছিলেন অভিনেতা। তবে খ্যাতি পাওয়ার পরে সম্পর্কে থাকা বেশ কঠিন বিষয় বলেও মনে করেন তিনি। এছাড়াও একজন মন্তব্য করেন, ‘ওরা একে-অপরকে ভালোবাসে! আগেই তো জানা গিয়েছিল’। 

যদিও গত ২৮জুলাই বেদাঙ্গের ফোনের ওয়ালপেপারও চোখে পড়ে নেটাগরিকের। সেই ছবিতে বেদাঙ্গ ও খুশির সঙ্গে ছিলেন জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়াও।

আরও পড়ুন:  ‘বিছানায় না গেলে লিড রোল পাওয়া যায় না, ৫ বছর ধরে…’, বিস্ফোরক টেলি-অভিনেত্রী! ছাড়লেন অভিনয়…

কদিন আগে জাহ্নবীও কিছুটা এরকমই রাস্তায় হেসেছিলেন। তাঁর আর শিখর পাহাড়িয়ার সম্পর্ককে শিলমোহর দিতে পরেছিলেন SIKHU নামের একটি নেকলেস। তার আগে থেকে বহুদিন, বহু অনুষ্ঠানে একসঙ্গে গেলেও, প্রেম নিয়ে রাখতেন মুখ বন্ধ। এমনকী, করণ জোহরের প্রশ্নও পারেনি মুখ খোলাতে।

কদিন আগে ২৩ বছর পূর্ণ করলেন খুশি কাপুর। একটি পায়জামা পার্টি করেই জন্মদিনের আনন্দ সারলেন অভিনেত্রী। খুশি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই পার্টির কিছু ছবি শেয়ার করেছেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link