জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর এক মর্মান্তিক ঘটনা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর জীবনে। টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী হারিয়েছেন তাঁর ১৪ বছর বয়সী ছেলেকে। বুধবার রাতে কান্দিভালির একটি আকাশচুম্বী ভবনের ৫৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে অভিনেত্রীর ছেলে। পশ্চিম মুম্বইয়ের সি ব্রুক কমপ্লেক্সে বসবাসকারী এই অভিনেত্রী হিন্দি ও গুজরাটি টিভি সিরিয়ালে তাঁর অভিনয়ের জন্য পরিচিত।
আরও পড়ুন- Shefali Jariwala Prayer Meet: ফুলে সাজানো শেফালীর ছবির সামনে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ বাবা, জড়িয়ে সান্ত্বনা পরাগের! চোখের জল বাঁধ মানল না নেটপাড়ার…
প্রাথমিক তদন্তে পুলিস জানায় যে মা এবং ছেলের মধ্যে বাদানুবাদ হয়। ঘটনাটি ঘটে সন্ধ্যাবেলায়। কী নিয়ে তর্ক? সেদিন ছেলেটির টিউশন পড়তে যাওয়ার কথা ছিল কিন্তু ছেলেটি কিছুতেই যেতে না চাওয়ায় শুরু বকাবকি। বাদানুবাদ তীব্র পর্যায়ে পৌঁছে যায় এবং রাগের বশ ওই বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দেয় ছেলেটি। ছেলের জন্মদিনে আবেগঘন বার্তা লিখেছিলেন অভিনেত্রী। সেই ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি।
ঘটনাটি ঘটে ২ জুলাই, সন্ধে ৬টা নাগাদ বুধবার কান্দিভালি এলাকায় অবস্থিত ব্রুক বিল্ডিং থেকে ঝাঁপ দেয়, বলেই খবর। ছেলেটির বয়স ১৪ বছর। পুলিসি রিপোর্টে বলা হয়েছে যে, ছেলেটির অভিনেত্রী মা উল্লেখ করেছেন যে তিনি তাঁকে সন্ধ্যার দিকে টিউশনে যেতে বলে, কিন্তু সে দ্বিধাগ্রস্ত ছিল বলে মনে হচ্ছিল। বারবার তাড়া দেওয়ার পর, ছেলেটি অবশেষে ঘর থেকে বেরিয়ে যায়, যার ফলে তার মা ভেবেছিলেন যে সে তার ক্লাসে গেছে।
আরও পড়ুন- Pak social media accounts banned: ভারত নরম নয়! গ্লিচে খুলেছিল, ফের ব্যানড পাক সেলেবদের অ্যাকাউন্ট…
কিছুক্ষণ পরে, গার্ড বাড়িতে পৌঁছে ছেলেটির মাকে জানায় যে তার ছেলে ছাদ থেকে পড়ে গেছে। পুলিস জানিয়েছে যে সে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও পরিবারের বিবরণে কোনও সন্দেহজনক তথ্য পাওয়া যায় না, তবে তদন্ত চলছে। ছেলেটির স্কুল ও টিউশনের বন্ধুদের সঙ্গেও কথা বলছে পুলিস। সম্প্রতি নিজের বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ছেলেকে নিয়ে একাই থাকতেন তিনি। তারই মাঝে এই দুর্ঘটনা।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)