জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিবচতুর্দশী শেষ হতে না হতেই অন্য উদযাপন। এসে গেল ফাল্গুনী অমাবস্যা। এই অমাবস্যাতেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শেষ। শুক্লপক্ষের সূচনা। এই শুক্লপক্ষের শেষেই দোল।
কেন এই অমাবস্যা এত তাৎপর্যপূর্ণ?
আরও পড়ুন: Earthquake: হঠাৎই দুলে উঠল মাথার উপরের আকাশ, কেঁপে উঠল পায়ের নীচের মাটি! ভূমিকম্প এবার পাশের পাড়াতেই…
এই অমাবস্যা পালন করলে জীবনে নেমে আসে সুখ শান্তি উন্নতি সৌভাগ্য। এই অমাবস্যায় আত্মশুদ্ধির সুযোগও ঘটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যায় পুণ্যস্নানও করা হয়ে থাকে। শ্রদ্ধা জানানো হয় পিতৃপুরুষকে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
মনে করা হয়, এই অমাবস্যা তিথিতে পবিত্র নদীর তীরে এসে দাঁড়ান দেবতারা। গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর তীরে এদিন মানুষ যখন তাঁদের পিতৃপুরুষদের স্মরণ করেন বা দেবতাদের শ্রদ্ধা নিবেদন করেন, তখন তাঁরা সরাসরি এসে সেই অর্ঘ্য গ্রহণ করেন বলে বিশ্বাস।
কখন পড়ছে এই অমাবস্যা?
► আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারিু সকাল ৮টা ৫৪ মিনিটে শুরু হয়েছে এই অমাবস্যা। শিবচতুর্দশী শেষ হয়েছে আর এই অমাবস্যা শুরু হয়েছে। ফাল্গুনী অমাবস্যা থাকছে আজ সারাদিন, সারারাত। তা থাকছে পরদিন ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৪ মিনিট পর্যন্ত।
কেন এবারের ফাল্গুনী অমাবস্যা এত স্পেশাল?
এই অমাবস্যা এমনিতেই খুব বিশেষ, কেননা, একমাত্র এই অমাবস্যাতেই দেবতারা ভক্তদের থেকে সরাসরি অর্ঘ্য গ্রহণ করেন।
এছাড়াও স্পেশ্যাল হওয়ার আরও অনেক কারণ আছে। ঠিক মহা শিবরাত্রির পরেই আসে এই অমাবস্যা। শিবপার্বতীর পবিত্র বিবাহতিথির পরেই আসা এই অমাবস্যা ভক্তদের জন্য নিয়ে আসে বিরল যোগ।
আরও পড়ুন: Deadly Earthquake: ভয়ংকর! শিবরাত্রির সকালেই কেঁপে উঠল মাটি, দুলে উঠল সমুদ্র! সুনামির আতঙ্ক আছে?
আরও একটা কারণ আছে। ফাল্গুনী অমাবস্যা খুবই স্পেশাল হয়ে ওঠে যখন তা সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার পড়ে। দেখা যাচ্ছে, এবার ফাল্গুনী অমাবস্যা বৃহস্পতিবার পড়েছে। ফলে, আজকের অমাবস্যা তিথি সব দিক থেকেই খুব খুব পুণ্যময়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours