<p>ABP Ananda Live: ভূতুড়ে ভোটার আর এপিকের গরমিল নিয়ে যখন অভিযোগের পাহাড়, তখনই সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন। আগামীকাল দুপরে বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে সরব হয়েছে সব দল।</p>
<p> </p>
<p>অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার মাঝেই দর্শকাসন থেকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। টাটা কেন রাজ্য ছেড়ে গেল প্রশ্ন করেন দর্শকদের একাংশ। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেন টাটা, কগনিজেন্ট সবাই রাজ্যেই রয়েছে। খড়গপুর, রাজারহাট এলাকায় ইন্ডাস্ট্রি তৈরি করেছে ওরা। কেউই যায়নি। সকলেই আছে। দর্শকদের মধ্যে থেকে অনেকেই মুখ্যমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ বলতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মিথ্যা বলি না’। </p>
<p>বাংলায় বিনিয়োগ নিয়ে বক্তৃতা দিতে গিয়েই প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথার মাঝেই দর্শকদের একাংশ হাততালিও দিতে থাকেন। হাসিমুখে মমতা বলেন, ধন্যবাদ যে আপনারা আমায় অভিবাদন জানালেন। আমি খুব খুশি। আপনাদের ভাল মিষ্টি খাওয়াবো। দর্শকাসন থেকে একসঙ্গে অনেকে কথা বলতে শুরু করায় মুখ্যমন্ত্রী এও বলেন, আমি শুনতে পাচ্ছি না। আরও জোড়ে বলুন। আপনারা গলা তুলে কথা বলতে পারেন। এটা গণতন্ত্র। আপনারা বলতে পারেন। আমি কিছু মনে করব না। মন দিয়ে শুনব। </p>
Source link
ভূতুড়ে ভোটার আর এপিকের গরমিল নিয়ে যখন অভিযোগের পাহাড়,সর্বদল বৈঠক নির্বাচন কমিশনের
