কলকাতা: বিজেপি পঞ্চায়েত সদস্যের ২ বাংলাদেশি আত্মীয়র নাম এ রাজ্যের ভোটার তালিকায়, অভিযোগ তৃণমূলের। অভিযোগ ঘিরে তুলকালাম গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েতে। ডুমা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির। বিষয়টি স্বীকার করে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। ‘যাঁরা জীবন ও ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন, তাঁদের নাম কাটা যাবে না’, তৃণমূল রাজনীতি করে তাঁদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, দাবি বিজেপি জেলা নেতৃত্বের।
আরও পড়ুন, ইদের শুভেচ্ছা, ‘সবাইকে সিমাই পার্টির নিমন্ত্রণ’ দিলীপের !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন