NOW READING:
‘যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে, তাঁকেই দেওয়া হবে পুরস্কার.. !’
March 7, 2025

‘যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে, তাঁকেই দেওয়া হবে পুরস্কার.. !’

‘যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে, তাঁকেই দেওয়া হবে পুরস্কার.. !’
Listen to this article


দার্জিলিং : ‘বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি।’ মুখ্যমন্ত্রীর বার্তার পরেই ভূতুড়ে ভোটার নিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি ভোটার তালিকার স্ক্রুটিনি চলছে। ভূতুড়ে ভোটার খুঁজে দিলেই এবার মিলবে পুরস্কার ! কর্মিসভা থেকে ঘোষণা দার্জিলিংয়ের তৃণমূল নেত্রীর।

যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে, তাঁকেই দেওয়া হবে পুরস্কার ! কর্মিসভায় ভূতুড়ে ভোটার খুঁজতে ‘উপহারের’ ঘোষণা দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষের। ভূতুড়ে ভোটারের খোঁজ দিলে কী ধরণের পুরস্কার মিলবে, তা জানাননি তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। ‘বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। তালিকায় ঢোকানো হচ্ছে হরিয়ানা, রাজস্থান, বিহার, পাঞ্জাবের বাসিন্দাদের নাম।’ নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক বৈঠক থেকে সম্প্রতি এমনই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কারচুপির অভিযোগে কাঠগড়ায় তুললেন নির্বাচন কমিশনকে।ঘুরিয়ে প্রশ্ন তুললেন, মুখ্য় নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে। ভুয়ো ভোটার খুঁজতে কমিটি গড়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। স্বচ্ছ ভোটার তালিকা চেয়ে সুর চড়িয়েছে বিজেপিও। 

Fake Voter :'যে যত ভুয়ো ভোটার খুঁজে দেবে, তাঁকেই দেওয়া হবে পুরস্কার.. !

মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ  বিজেপি নেতা  শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।’তেনাদে’র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

 আরও পড়ুন, ৩০০ স্কোয়ার ফুট জায়গাতেই ৩ তলা বাড়ির অনুমতি কলকাতায় !

 

আরও দেখুন



Source link