শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত হালদার, কলকাতা: গতকাল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন , একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রোহিঙ্গা মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। ভোট এখনও বহু দূরে।কিন্তু শাসক-বিরোধী সবার মুখে মুখে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ! এখন ভোটের ভবিষ্যৎ উজ্জ্বল করতে কে ভূতুড়ে ভোটার ঢুকিয়েছে আর কত ঢুকিয়েছে, তা নিয়েই বিতর্ক! বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের মেগা সাংগঠনিক সভার বক্তৃতার একটা বড় অংশ ভুতুড়ে ভোটার প্রসঙ্গে ব্য়ায় করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, একই এপিক কার্ডে, একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাত, গঙ্গারামপুর তো ঢেলে করেছে। মুর্শিদাবাদও ঢেলে করেছে। গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাত, আর হরিয়ানা। আমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন। সব জেলাতেই আছে। প্রত্য়েকটা দেখতে হবে কিন্তু। ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা ভর্তি। ভোটার লিস্ট নিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। অনলাইন দিল্লি থেকে করছে। নির্বাচন কমিশনের অফিস থেকে বসে।মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কাল মুখ্যমন্ত্রী যে হরিয়ানা, গুজরাতের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন- ভুল তথ্য। তিনি বলেছেন, নাম আলাদা আমরা ৯টি এনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর এক আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেয়ার জন্য। আমরা বলছি- অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভূতুড়ে ভোটার নিয়ে আক্রমণের অভিমুখ তৃণমূলের দিকে ঘুরিয়ে দিয়েছে বিজেপি।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। ৯টা সীমান্তবর্তী জেলায় ভূতুড়ে ভোটারের নাম তুলেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে আধার ও এপিক লিংক করে বায়োমেট্রিক মেশিন দিয়ে ভোট করাতে হবে। রেশন দোকান দশ হাজারে যদি বায়োমেট্রিক বসতে পারে ৮০ হাজার ইলেকশন বুথে কেন বসতে পারবে না! অন্য রাজ্যে তো এত রোহিঙ্গা বাংলাদেশি খুব ভোটার নেই।
আরও পড়ুন, ‘ট্যাংরাকাণ্ডে বৌদি ও স্ত্রীকে গলা কেটেছিল প্রসূনই’ ! তাহলে প্রণয়ের নাবালিকা কন্যাকে খুন করল কে?
পাল্টা ভূত ধরতে ওঝার ভূমিকায় বাড়ি বাড়ি নামতে চলেছে তৃণমূল।পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক ফিরহাদ হাকিম বলেন, নেত্রী নির্দেশ দিয়েছেন যে সিরিয়াসলি এটা নিয়ে আমাদের সংগঠনের যত বুথ লেভেল কর্মী আছেন, তাদের ইমিডিয়েটলি scrutiny শুরু করতে। scrutiny-তে যে ভোটারের অস্তিত্ব নেই যে ভোটার চলে গেছে যে ভোটার ভুয়ো এইগুলোকে চিহ্নিত করে বার করে এর ডিটেলস লিস্ট করে ইলেকশন কমিশনে জমা দিতে। এবং এই কাজটা কাল সকাল থেকে আমি নিজেও শুরু করব এবং সবাইকে বলছি ২ সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করতে।
আরও দেখুন