মেদিনীপুর: ‘বিষাক্ত’ স্যালাইনের বলি প্রসূতি, এবার তদন্তে CID। মেদিনীপুর মেডিক্যালে রয়েছে এই মুহূর্তে CID। কার গাফিলতিতে প্রসূতিদের বিতর্কিত RL স্যালাইন? MSVP, PGT, RMO-সহ একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ।
কর্ণাটকে ব্ল্যাকলিস্টেড, তাও কীভাবে বাংলায় সেই ‘বিষাক্ত’ স্যালাইন? কেন সরকারি হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশে এত সময়? মার্চেই কর্ণাটকে নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের RL স্যালাইন। তাও কীভাবে বাংলার সরকারি হাসপাতালে তার ব্যবহার? কেন এক প্রসূতির মৃত্যুর পরেও বাকিদের কলকাতায় আনতে এত দেরি?
আরও পড়ুন, কাঁথি সমবায় ভোটে ২ TMC বিধায়কের লড়াই, হুমকি অখিলের, ‘বম্ব চার্জ করে দেব..’ !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন