NOW READING:
পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১, পাকড়াও মোক্তার আলম
December 26, 2024

পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১, পাকড়াও মোক্তার আলম

পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১, পাকড়াও মোক্তার আলম
Listen to this article



<p>ABP Ananda Live: পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১। দত্তপুকুরের বাড়ি থেকে ভোরে পাকড়াও মোক্তার আলম। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড। আগেও পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয় মোক্তারকে। গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>’বাংলাতে জঙ্গি ঢুকলে তার দায়ভার কার? তার দায়ভার বাংলার স্বরাষ্ট্র দফতর নয়, দায় কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল ৫৬ ইঞ্চি ছাতির বড় বড় কথা, কোথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী করছে বিএসএফ? সীমান্তের দায়িত্ব তো ভারত সরকারের। মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল থেকে জঙ্গি ঢুকলে দায়ভার কার? নিজের প্রচারের জন্য মন্তব্য শুভেন্দুর, পরপর হারের পর তৃণমূলের বিরুদ্ধে কুৎসা,’ শুভেন্দুকে পাল্টা আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত। ২০১১ সালে জঙ্গি গোষ্ঠী আল-ই-হাদিতের নেতা সওকত শাহ খুনেও অভিযুক্ত ছিল কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তার বিরুদ্ধে।</p>



Source link