<p>ABP Ananda Live: রাজ্যের জাল ওষুধকাণ্ডের তদন্তের সূত্র ধরে এবার ভিনরাজ্যেও অভিযান। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এ রাজ্য থেকে তথ্য পেয়ে সোনিপতে জাল ওষুধের কারখানায় হানা । নামী সংস্থার নামে তৈরি জাল ট্যাবলেট ও ক্যাপসুল বাজেয়াপ্ত করেছে হরিয়ানা ড্রাগ কন্ট্রোল। দ্ধার হয়েছে প্যাকেজিং মেশিন, প্রিন্টিং মেশিন ও স্ক্যানার। যোগেশ কুমার নামে সোনিপতের এক ওষুধ ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। রাজ্যের জাল ওষুধকাণ্ডের তদন্ত করতে গিয়ে পণ্ডিচেরিতেও জাল ওষুধ কারখানার হদিশ । তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোলে বিষয়টি জানানো হয়েছে। আমতায় জাল ওষুধকাণ্ডে সামনে এসেছে ভিনরাজ্যের যোগ। তদন্তে জানা যায়, বিহারের পাটনা এবং উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ কিনতে ব্যবহার করা হয়েছিল ভুয়ো GST নম্বর। টাকা লেনদেনের জন্য গয়ার এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করা হয়। বিষয়টি বিহার ড্রাগ কন্ট্রোলকে জানিয়েছে এ রাজ্যের ড্রাগ কন্ট্রোল।</p>
Source link
সোনিপতে জাল ওষুধের কারখানায় হানা, কী মিলল তল্লাশিতে?
