NOW READING:
ওষুধের মোড়কে জাল ওষুধের কারবার! দু’টি গোডাউনে হানা রাজ্যের ড্রাগ কন্ট্রোল-এর
April 13, 2025

ওষুধের মোড়কে জাল ওষুধের কারবার! দু’টি গোডাউনে হানা রাজ্যের ড্রাগ কন্ট্রোল-এর

ওষুধের মোড়কে জাল ওষুধের কারবার! দু’টি গোডাউনে হানা রাজ্যের ড্রাগ কন্ট্রোল-এর
Listen to this article



<p>ABP Ananda LIVE : নামী কোম্পানির মৃগি রোগের ওষুধের মোড়কে জাল ওষুধের কারবারের অভিযোগ। উল্টোডাঙ্গায় দু’টি গোডাউনে হানা রাজ্যের ড্রাগ কন্ট্রোল-এর। উদ্ধার করা হয়েছে, বেশ কিছু সন্দেহজনক ওষুধের নমুনা। জাল ওষুধ চক্রে ফের সামনে এল উত্তরপ্রদেশ যোগ।</p>
<p>&nbsp;</p>
<p><strong>রণক্ষেত্র মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ স্পেশাল বেঞ্চের&nbsp;</strong></p>
<p>মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের । রণক্ষেত্র মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ । মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ স্পেশাল বেঞ্চের । আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দুর । এধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না’ ‘শান্তিরক্ষায় পুলিশের সঙ্গে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী’ । ‘চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী’। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য হাইকোর্টের ‘রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী বলছেন অশান্তি ছড়িয়ে দেওয়া হবে’ । BSF-কে ডাকা হয়েছিল, কিন্তু DM তাদের কাজ করতে দিচ্ছেন না’ । হাইকোর্টের স্পেশাল বেঞ্চে অভিযোগ বিরোধী দলনেতার আইনজীবীর।</p>



Source link