কলকাতা: কলকাতার নামী হাসপাতালেও এবার জাল ইঞ্জেকশন! মুম্বই থেকে ৩ হাত ঘুরে কলকাতার হাসপাতালে জাল ইঞ্জেকশন। উল্টোডাঙার নর্থ সিটি নার্সিংহোমে জাল অ্যালবুমিন ইঞ্জেকশন। কলকাতায় ছড়িয়ে জাল ইঞ্জেকশন, অভিযোগ প্রস্তুতকারী সংস্থার।
উল্টোডাঙার নার্সিংহোমে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের অভিযান। উদ্ধার নামী সংস্থার ব্র্যান্ড নেমে নকল ইঞ্জেকশনের ৫টি ফাইল। ‘ইঞ্জেকশন যে নকল, জানা ছিল না বলে দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের। নার্সিংহোমের সূত্র ধরে বেলেঘাটার ডিস্ট্রিবিউটরের গুদামে হানা। মেহতা বিল্ডিংয়ের এক স্টকিস্টের কাছ থেকে জাল ওষুধ, দাবি ডিস্ট্রিবিউটরের’, মুম্বইয়ের একটি সংস্থা থেকে নকল ইঞ্জেকশন পাওয়ার দাবি স্টকিস্টের।
আরও পড়ুন, চিনার পার্কের একটি ফ্ল্যাটে ভুয়ো IT অভিযান, গ্রেফতার ১ মহিলা কনস্টেবল-সহ ৫ CISF জওয়ান !
আরও দেখুন