NOW READING:
Kolkata Rape Case: সার্ভে পার্কের স্ক্যান্ডাল! ফেসবুকের আলাপে বিয়ের প্রতিশ্রুতি, তারপর তরুণীকে একাধিকবার…
March 11, 2025

Kolkata Rape Case: সার্ভে পার্কের স্ক্যান্ডাল! ফেসবুকের আলাপে বিয়ের প্রতিশ্রুতি, তারপর তরুণীকে একাধিকবার…

Kolkata Rape Case: সার্ভে পার্কের স্ক্যান্ডাল! ফেসবুকের আলাপে বিয়ের প্রতিশ্রুতি, তারপর তরুণীকে একাধিকবার…
Listen to this article


পিয়ালী মিত্র: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। ফের শিরোনামে কলকাতা। সার্ভে পার্কে মহিলা থানার হাতে গ্রেফতার ১। ধৃতের নাম রাহুল বসু বলে জানা গিয়েছে। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে নির্যাতিতার সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত রাহুলের। সেখান থেকেই প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতিও দেয় ৩০ বছরের রাহুল। সেই প্রতিশ্রুতি দিয়ে পিয়ারলেস হাসপাতালের কাছে এক গেস্ট হাউস নির্যাতিতার সঙ্গে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় নির্যাতিতা পুলিসের দ্বারস্থ হয়। মঙ্গলবার সার্ভে পার্কে মহিলা থানার হাতে অভিযুক্ত গ্রেফতার হয়।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

উল্লেখ্য, চাকরি দেওয়ার নাম করে তরুণীর উপর চড়াও এক প্রৌঢ়। হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ৭ মার্চ ঘটনাটি ঘটে বলে নির্যাতিতার অভিযোগ। ইতোমধ্যেই, ধর্ষণের অভিযোগে ভবানীপুরে থানার হাতে গ্রেফতার ওই প্রৌঢ়। পরে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কীর্তি মেহতা (৫৯ বছর)। ধর্ষণের পর সে নির্যাতিতাকে হুমকি দেয় যে, যদি সে এই কথা কাউকে বলে তবে তার মারাত্মক পরিণতি হবে।

অন্যদিকে, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। শ্লীলতাহানিরও অভিযোগ। অভিযুক্তর বাড়িতে চরাও গ্রামবাসীরা। ধর্ষণের চেষ্টার অভিযোগ এলাকায় তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকার ঘটনা। 

আরও পড়ুন:Eating Disorder: মোটা হয়ে যাব, ভয়ে শুধু জল খেয়ে ওজন ২৪ কেজি! ভয়ংকর মৃত্যু শ্রীনন্দার…

ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। এলাকায় উত্তেজনা। কোনভাবেই তৃণমূল এদের প্রশ্রয় দেবে না দাবি তৃণমূলের। তীব্র কটাক্ষ বিজেপির। মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েত। এখানকার রায়পুর এলাকা থেকে নির্বাচিত সদস্য অর্চনা মণ্ডল। অভিযোগ তার ছেলে অচিন মন্ডলের বিরুদ্ধে। অচিন মণ্ডল আবার ১০০ দিনের কাজের সুপারভাইজার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link