NOW READING:
Pradip Bhattacharya: ‘মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের’! বিস্ফোরক প্রদীপ…
January 5, 2025

Pradip Bhattacharya: ‘মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের’! বিস্ফোরক প্রদীপ…

Pradip Bhattacharya: ‘মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের’! বিস্ফোরক প্রদীপ…
Listen to this article


মৌমিতা চক্রবর্তী: তাল কাটল প্রদেশ কংগ্রেসের অনুষ্ঠানে। সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দেরিতে হাজির প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আর এরপরেই ক্ষেপে লাল হয়ে যান বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। এখানেই শেষ নয়, এরপরেও অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিস্ফোরক স্কীকারোক্তি প্রদীপের।

মঞ্চে উঠে প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের। যে দিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়। সেই দিন সোমেন মিত্রর ফোন এসেছিল। সীতারাম কেশরী সোমেনকে বলেছিলেন মমতাকে বহিষ্কার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না। কিন্তু সোমেনের উপর এমন চাপ তৈরি হল, সে বাধ্য হল। তার জন্য প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাদ থেকে কবে উঠে আসব।’ কংগ্রেস থেকে মমতাকে বহিষ্কারে প্রদীপের এহেন বিস্ফোরক স্বীকারোক্তি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি।

আরও পড়ুন:Junaid Khan: ‘তারে জমিন পর’ করতে গিয়ে বাবা বুঝতে পারেন, আমিও স্বাভাবিক নই: আমির-পুত্র জুনেইদ!

এই নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, তিনি বহু পুরনো ইতিহাস সামনে এনেছেন। আজ নতুন করে অন্যদিকে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। বরং বর্তমানে যারা ভালো কংগ্রেস নেতা আছেন, যারা বিজেপি-সিপিএমের বিরুদ্ধে লড়তে চান। তাদের মনে রাখা উচিত এই রাজ্যে একমাত্র রাজনৈতিক দল তৃণমূল।’ অন্যদিকে, তৃণমূল নেতা সৌগত রায় বলেন, ‘তিনি তাঁর মতামত প্রকাশ করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা যে ভুল ছিল, এই সত্য উদঘাটন করেছেন।’

কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, ‘বিগত দিনের ইতিহাসে বহু কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসেছে। তিনি যে যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, এটা অস্বীকার করার কিছুই নেই। সেই সময় পরিস্থিতির কি ছিল। সেই নিয়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা দল ঠিক করেছে। এবার রাজনৈতিক পর্যালোচনায় বর্ষীয়ান নেতা নিজের অভিজ্ঞতা, মর্যাদা নিয়ে বলেছেন, এটা নতুন কোনও বিষয় নয়।’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘কংগ্রেস-তৃণমূলের পারিবারিক ব্যাপার। মা-মেয়ের ব্যাপার। কংগ্রেস ধীরে ধীরে ভারতবর্ষের রাজনীতিতে অপ্রাসঙ্গিক শক্তিতে পরিণত হচ্ছে। শতাব্দী প্রাচীন একটি দল আঞ্চলিক দলের প্যারাসাইট হয়ে এই মূহুর্তে ভারতের রাজনীতিতে নন-ইস্যুকে ইস্যু বানিয়ে প্রাসঙ্গিক হতে চাইছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া ঠিক হয়েছিল কি না, সেটা ওদের বিষয়। আমরা চাই যেকোনও মূল্যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উত্‍খাত করতে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে খাদের কিনারায় পাঠিয়ে দিয়েছে।’

জানা গিয়েছে, এদিন উত্তর কলকাতায় সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের সময় দেওয়া হয়েছিল সন্ধ্যে ৬টায়। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি কিছুটা দেরিতে এসে উপস্থিত হন। তারপরে সেখানে এসেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। হঠাত্‍ই সেখানেই প্রদীপ ভট্টাচার্য বেরিয়ে এসে অগ্নিশর্মা হয়ে ওঠেন। তিনি রেগে অভিযোগ করেন যে, কেন তাঁকে ৭টা নাগাদ ডাকা হয়নি। এবং তিনি সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এ ঘটনা প্রকাশ্যে আসতেই বোঝা যাচ্ছে যে, প্রদেশ কংগ্রেসের ছন্দপতন হয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link